ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীরসরাইয়ে ছড়িয়ে পড়ছে গরুর ল্যাম্পি স্কিন রোগ

প্রকাশিত: ০৯:১৬, ২৫ নভেম্বর ২০১৯

 মীরসরাইয়ে ছড়িয়ে পড়ছে গরুর  ল্যাম্পি স্কিন রোগ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৪ নবেম্বর ॥ মীরসরাইয়ে গবাদিপশুর ভাইরাসজনিত চর্মরোগ ল্যাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব দেখা দেয়ায় চরম আতঙ্কিত ও দিশেহারা উপজেলার সব খামারি ও গবাদিপশু লালন-পালনকারীরা। উপজেলার প্রায় ৫ হাজার গবাদিপশু এই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে মীরসরাইয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৮-১০টি গরু মারা গেছে। জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ল্যাম্পি স্কিন ডিডিজে আক্রান্ত প্রায় ৪ হাজার গরুকে এ্যান্টি এলার্জিক ইনজেকশন দেয়া হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন গ্রামে গবাদিপশুর মাঝে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই রোগে আক্রান্ত গবাদিপশুর শরীরে প্রথমে মাংস গুঁটি গুঁটি করে ফুলে ওঠে। পরবর্তীতে সেখানে ক্ষত সৃষ্টি হয়ে আস্তে আস্তে পচন ধরতে শুরু করে। চামড়ায় গুঁটি ছাড়াও গলা ফুলে যাওয়ার পাশাপাশি খাবার কম খাওয়া এবং পা ফুলে যাচ্ছে অনেক গরুর। মশার মাধ্যমে রোগটি ছড়াচ্ছে বলে জানা গেছে। মশা যেখানে কামড় দিচ্ছে সেখানে গুঁটি গুঁটি আকারে ফুলে যাচ্ছে। রোগটি বাংলাদেশে এবারই প্রথম। উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, দুর্গাপুর, ওসমানপুর, ওয়াহেদপুর, মঘাদিয়া, মায়ানী ইউনিয়নের ভাইরাসজনিত ল্যাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । পৌরসদর দক্ষিণ গোভনীয়ার আবুল হাসেম বলেন, গত সোমবার রাতে আমার একটি বাছুরের গলা ফুলে যায়। সেখানে মনে হচ্ছে পানি জমে আছে এবং খাওয়া কমে গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, গবাদিপশুর ভাইরাসজনিত রোগ ল্যাম্পি স্কিন ডিজিজ মোকাবেলায় উপজেলায় ১৭ সদস্যবিশিষ্ট চারটি ভেটেরিনারি মেডিক্যাল টিম গবাদিপশুকে সর্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে চার হাজার গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
×