ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সহপাঠী গ্রেফতারের প্রতিবাদ

তানোর বিদ্যালয়ে তালা ॥ ক্লাস বর্জন

প্রকাশিত: ০৯:১৫, ২৫ নভেম্বর ২০১৯

 তানোর বিদ্যালয়ে তালা ॥ ক্লাস বর্জন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোরে এসএসসি পরীক্ষার্থী সহপাঠীকে গ্রেফতারের প্রতিবাদে উপজেলার চাপড়া উচ্চ বিদ্যালয়ের পাঁচটি কক্ষে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১০টার দিকে রাজশাহীর তানোর পৌর সদরের চাপড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা সহপাঠীর মুক্তির দাবি জানায়। ক্লাসও বর্জন করে তারা। পরে অবশ্য আদালত থেকে গ্রেফতার ছাত্র জামিনে ছাড়া পায়। বিদ্যালয়টি প্রধান শিক্ষক জিল্লার রহমান জানান, শিক্ষার্থী মোমিনুল (১৫) ও আতিক হাসান (১৫) দু’জন এবার এসএসসি পরীক্ষার্থী। তাদের শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এ ঘটনায় তাদের মুক্তির দাবিতে সহপাঠীরা বিদ্যালয়ে এসে পাঁচটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে কাগজপত্র নিয়ে আদালত থেকে জামিন নেয়া হয়েছে তাদের। তিনি আরও বলেন, গত বছর স্কুল ছুটির পরে মোমিনুল ও আতিকের সহপাঠীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পরের দিন স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। তবুও এ নিয়ে প্রতিপক্ষ সাজু ও পরিবার রাজশাহীর কোর্টে মামলা দায়ের করেন।
×