ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা দালালের প্রতারণা

মালয়েশিয়া বলে ৪১ রোহিঙ্গাকে নামিয়ে দিল সোনাদিয়ায়

প্রকাশিত: ০৯:১৪, ২৫ নভেম্বর ২০১৯

 মালয়েশিয়া বলে ৪১ রোহিঙ্গাকে নামিয়ে দিল সোনাদিয়ায়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে আশ্রিতদের মধ্য থেকে ৪১ রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে প্রতারণা করেছে তাদেরই জাতিগোষ্ঠী রোহিঙ্গা দালালরা। তাদের মালয়েশিয়া নিয়ে যাবে বলে আশ্রয় শিবির থেকে বের করে সাগরে নিয়ে যায়। দিনরাত ইঞ্জিনচালিত বোটে চড়ানোর পর ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেয়। দালালরা তাদের জানায়, এটি মালয়েশিয়া। এখানকার প্রশাসনের লোকজন বেরিয়ে পড়ার আগেই তাড়াতাড়ি লোকালয়ে মিশে যাও। এদিকে মালয়েশিয়া বলে দালালরা যে চরে নামিয়ে দিয়েছে, ওই চরে নোঙ্গরকৃত একাধিক বোটের গায়ে বাংলা লেখা দেখে সন্দেহ হয় রোহিঙ্গাদের। ফজরের নামাজে মসজিদে যাবার পথে মুসল্লিরা কাকডাকা ভোরে কয়েকজন লোককে তাদের পাড়ার দিকে ঢুকে পড়তে দেখে জিজ্ঞাসা করেন। ওই লোকদের রোহিঙ্গা বলে পরিচয় নিশ্চিত হয়ে তারা তাদের জানান, এটি মালয়েশিয়া নয়, মহেশখালীর সোনাদিয়া। এ তথ্য জানতে পেরে হতবাক বনে যায় ক্যাম্প পলাতক রোহিঙ্গারা। দালাল চক্রের সদস্যদের মধ্যে শুধু রোহিঙ্গা দালালদের চেনে বলে জানায় উদ্ধার হওয়া রোহিঙ্গারা। স্থানীয়রা বলেন, রবিবার ভোরে সোনাদিয়ার দক্ষিণে মগচরে ৪১ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে নামিয়ে দিয়ে বোটসহ দ্রুত পালিয়ে গেছে দালালচক্র। খবর পেয়ে সোনাদিয়া বেজার অফিসে নিয়ে যাওয়া হয় তাদের। পরে দুপুরে থানা হেফাজতে নিয়ে গেছে পুলিশ। বেজার স্থানীয় প্রতিনিধি গিয়াস উদ্দীন জানান, ফজরের আজানের পর একদল নারী ও পুরুষকে একটি বোট এসে মগচরে নামিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে বোট নিয়ে পালিয়ে যায় দালালরা। পরে স্থানীয় লোকজন তাদের বেজার অফিসে নিয়ে আসে। উল্লেখ্য রোহিঙ্গা দালালদের নিয়ে সোনারপাড়া-কক্সবাজার ও আশ্রয় ক্যাম্পভিত্তিক মানবপাচারকারী সিন্ডিকেট গঠিত হয়েছে।
×