ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা সুপারের পলায়ন

এবতেদায়ি আট প্রক্সি পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ০৯:১০, ২৫ নভেম্বর ২০১৯

এবতেদায়ি আট প্রক্সি পরীক্ষার্থী  বহিষ্কার

স্টাফ রিপোর্টার, গলাচিপা, পটুয়াখালী ॥ গলাচিপা উপজেলায় এবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার সময়ে ৮ ভুয়া পরীক্ষার্থীকে প্রথমে আটক ও পরে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। এ সময় রতনদী-তালতলী ইউনিয়নের মামুনতক্তি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার সুপার মোঃ জসিমউদ্দিন দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে রতনদী-তালতলী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। পুরো ঘটনাটি তদন্তের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সচিব মোঃ বায়েজিদ ইসলাম ঘটনার বিবরণ দিয়ে জানান, রবিবার গণিত বিষয়ের পরীক্ষা শুরু হলে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম গোপন সূত্রে খবর পেয়ে আকস্মিক কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এ সময় ৮ প্রক্সি পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়। যারা বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম-নবম শ্রেণীর ছাত্র। তারা মামুনতক্তি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিচ্ছিল। ওই মাদ্রাসার সুপার মোঃ জসিমউদ্দিন ইউএনওর পরিদর্শনের খবর পেয়ে কেন্দ্র থেকে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। ভুয়া পরীক্ষার্থীদের বয়স বিবেচনা করে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ট্রেনিং ইন্সট্রাক্টর শহিদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম বলেন, আটক আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মামুনতক্তি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার সুপার জসিমউদ্দিনের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার পর সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×