ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপন নথি ও ই-মেইল ফাঁস

ট্রাম্পের পক্ষে ইউক্রেনের সঙ্গে দরবার করেন পম্পেও

প্রকাশিত: ০৯:০৭, ২৫ নভেম্বর ২০১৯

  ট্রাম্পের পক্ষে ইউক্রেনের সঙ্গে দরবার করেন পম্পেও

যুক্তরাষ্ট্রের ইন্টারনাল স্টেট ডিপার্টমেন্টের কিছু গোপন নথি ও ই-মেইল প্রকাশিত হয়েছে। শুক্রবার প্রকাশিত ওইসব নথিতে ইউক্রেন ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। নথিতে দেখা যায়, চলতি বছর মাইক পম্পেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতে ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে দেন দরবার করেন। প্রকাশিত এক ই-মেইলে দেখা যায়, চলতি বছরের মার্চে মাইক পম্পেও টেলিফোনে অন্তত দুইদফা রুডি জুলিয়ানির সঙ্গে কথা বলেন। ওই সময় জুলিয়ানি যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ দিতে মাইক পম্পেওকে আহ্বান জানান। একই সঙ্গে রুডি জুলিয়ানি ইউক্রেনের মার্কিন রাষ্ট্রদূত মারি ইয়াভানোভিচকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। এর পরের মাসেই ইয়াভানোভিচকে সরিয়ে দেয়ার নির্দেশ দেন পম্পেও। সাবেক এই রাষ্ট্রদূত বর্তমানে যুক্তরাষ্ট্রের দুর্নীতি বিরোধী পদক্ষেপ নিয়ে কাজ করছেন। ট্রাম্পের একজন ব্যক্তিগত সহকারীর সঙ্গে আলোচনার পর রুডি জুলিয়ানি মাইক পম্পেওর সঙ্গে টেলিফোনে আলাপ করেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে দেশটিকে অস্ত্রসহায়তার আশ্বাস দিয়ে জো-বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের আহ্বান জানান জুলিয়ানি। আলাপের পর ট্রাম্প এর রেকর্ড মুছে দিতে বলেন। বিষয়টি কিছুদিন পর প্রকাশ্যে আনেন এক হুইসেল ব্লোয়ার। এরপর ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট শুনানি শুরু হয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির চেয়ারম্যান এ্যাডাম শিফ বৃহস্পতিবার ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যা করেছেন তা রীতিমতো ১৯৭২ সালের ওয়াটারগেট কেলেঙ্কারির ঘটনাকে হার মানিয়েছে। এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইমপিচমেন্ট হওয়ার দাঁড়প্রান্তে পৌঁছে যান। জেলেনেস্কির সঙ্গে ট্রাম্পের টেলিফোন কেলেঙ্কারির ঘটনার ওপর গত কয় দিন ধরে শুনানি চলছে। ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাট শিবির এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও বিচার কাজে বাধা প্রদানের অভিযোগ আনার জন্য নথি তৈরির প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ প্রমাণিত হলে মার্কিন ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে তার বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু হবে। -নিউইয়র্ক টাইমস
×