ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে বিশ্ব ঐতিহ্যগুলো

প্রকাশিত: ০৯:০৭, ২৫ নভেম্বর ২০১৯

  জলবায়ু পরিবর্তনের হুমকির  মুখে বিশ্ব ঐতিহ্যগুলো

ইতালির অন্যতম পরিপাটি শহর ভেনিস বন্যার পানিতে তলিয়ে গেছে। গত ৫০ বছর ভেনিসের জনগণ এত বড় বন্যা দেখেনি। শহরটির জনপ্রিয় মেয়র লুইজি ব্রুগনারো এক টুইটে লিখেছেন, ভেনিস এখন বিপদেও ঝুঁকিতে রয়েছে। বন্যার পানি বিশ্বখ্যাত গির্জা সেন্ট মার্কস ব্যাসিলিকায়ও প্রবেশ করেছে। হাজার বছর আগে প্রতিষ্ঠিত গির্জাটি ভেনিসের অন্যতম জনপ্রিয় স্থাপনা। বর্তমান বিশ্বে বার্জেন্টাইন স্থাপত্যের যে কয়েকটি স্থাপনা টিকে রয়েছে এই সেন্ট মার্কস ব্যাসিলিকা গির্জা এগুলোর মধ্যে অন্যতম। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের তৈরি এবং প্রাকৃতিক অনেক স্থাপনা ধ্বংস হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা অগেই সতর্ক করেছেন। বন্যার পাশাপাশি অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিশ্বখ্যাত স্থাপনাগুলোকে নষ্ট করে ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, অনেক জায়গায় ভেনিসের মতো ভয়াবহ বন্যা আঘাত হানতে পারে। কোথাও তাপমাত্রা অত্যধিক বেড়ে যেতে পারে। কোথাও জলবায়ু সংক্রান্ত নানা তারতম্য ঘটতে পারে। বিশেষজ্ঞরা উদাহরণস্বরূপ বলেন, যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ও মালয়েশিয়ার পেনাং শহরের সমুদ্র তলদেশের উচ্চতা বৃদ্ধির পেছনে জলবায়ু পরিবর্তনই দায়ী। এছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলে ভূমিধস, টাইফুন ও বজ্রপাত উল্লেখযোগ্যহারে বাড়তে পারে। বাস্তুতন্ত্র পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোনের বরফ গলছে এবং বিশ্বের কোথাও কোথাও অত্যধিকহারে দাবানলের ঘটনা ঘটছে। ভেনিসের বন্যার পেছনে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির দায়ী থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বাস্তুতন্ত্রের পরিবর্তনের ফলে পানির উষ্ণ বাড়তে পারে। ফলে অস্ট্রেলিয়ার প্রখ্যাত গ্রেট ব্যারিয়ার রিফসহ স্কটলান্ডের প্রাচীন গ্রাম স্কারা বারেই ধ্বংস হয়ে যেতে পারে। -ইয়াহু নিউজ
×