ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’

প্রকাশিত: ০৯:০৫, ২৫ নভেম্বর ২০১৯

 প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন শিরিন আক্তার শিলা। আমেরিকায় আগামী ২৯ নবেম্বর থেকে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার প্রাথমিক ধাপ শুরু হবে। এর আগে ২৭ নবেম্বর রাতের একটি ফ্লাইটে শিলা আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বিশ্ব মঞ্চে লড়াইয়ে অংশ নেয়ার আগে শিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে দোয়া নেন। শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন শিলা। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু ছবি পোস্ট করা হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ‘-এর ফেসবুক পেজে। এদিকে এই সাক্ষাত প্রসঙ্গে আয়োজক মিঠুন জামান জানান, প্রধানমন্ত্রীর দোয়া নিতে গিয়েছিলেন শিলা। এ সময় তার সঙ্গে ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক, পরিচালক তাহরিন ফাইয়াজ হক, প্রথম রানারআপ আলিশা ইসলাম, দ্বিতীয় রানারআপ জেসিয়া ইসলাম। প্রায় ৪৫ মিনিট সময় ধরে চলা এই সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শিলা এবং অন্যদের সঙ্গে আলাপ করেন। এত বড় আয়োজনে বাংলাদেশও প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এ বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’কে নানা পরামর্শও দিয়েছেন। গত ২৩ অক্টোবর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে বিজয়ীর মুকুট জয় করেন শিরিন আক্তার শিলা। যিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে। শিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। তার মাথায় ২০ লাখ টাকা মূল্যের মুকুট পরিয়ে দেন বলিউড তারকা ও সাবেক ইউনিভার্স সুস্মিতা সেন।
×