ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় বহুস্বরিকের ব্যতিক্রমী আবৃত্তি সন্ধ্যা

প্রকাশিত: ০৯:০৪, ২৫ নভেম্বর ২০১৯

 বগুড়ায় বহুস্বরিকের ব্যতিক্রমী আবৃত্তি সন্ধ্যা

সমুদ্র হক, বগুড়া অফিস ॥ বগুড়ায় তিনটি আবৃত্তি গোষ্ঠীর যৌথ নব যাত্রার ‘বহুস্বরিক’ সংগঠনটি প্রমাণ করলো বাচিক শিল্পীরা মঞ্চে কন্ঠের শৈলী দিয়ে সকল অসঙ্গতির প্রতিবাদ করতে পারে। যা জনসচেতনতার একটি শক্তিশালি প্লাটফর্ম। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ পঞ্চে দৃষ্টি, কণ্ঠসাধন, বিহঙ্গ আবৃত্তি গোষ্ঠীর বাচিক শিল্পীদের অনেক স্বরের সমন্বয় যৌথ রূপ ‘বহুস্বরিক’ তাদের প্রথম প্রযোজনা উপস্থাপন করে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদের মধ্য দিয়ে। মিলনায়তনের দর্শক শ্রোতারা উপলব্ধি করতে পারেন কবিতায় সমন্বিত উচ্চারণের শৈলীতে অনেক বিমূর্ত কথা মনের দুয়ারে প্রবেশ করে প্রতিবাদের সুরে গেঁথে যায়। আবৃত্তির সঙ্গে সঙ্গতি রেখে আবহ সঙ্গীত, আবৃত্তি গোষ্ঠী ‘দৃষ্টি’র কর্নধার বাচিক শিল্পী শ্রাবনী সুলতানার কন্ঠ সুরের ভেরিয়েশন অনুষ্ঠানের সৃষ্টিশীলতার মাত্রা এনে দেয়। বাবুই শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা ডিবিসি চ্যানেল বগুড়ার সাংবাদিক আবৃত্তি শিল্পী রাকিব জুয়েলের উদ্যোগে গঠিত বহুস্বরিকের ৬ জন বাচিক শিল্পী কন্ঠের শৈলীতে প্রমাণ করেন বাচিক মাধ্যমও শক্তিশালী। তারা হলেন শরীফ মজুমদার, সৈয়দ তাহ্সীন কবির, শ্রাবনী সুলতানা, রাকিব জুয়েল, ফজলে রাব্বী ও মশিউর রহমান। তারা কন্ঠ মাধুর্যে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কবিদের লেখা কবিতায় আবৃত্তির সুর তোলেন। হুমায়ুন আজাদের নারীর প্রতিরূপে মাকে নিয়ে লেখা আমাদের মা, কবি রাখি সরদারের নারীর প্রতি নির্যাতনের কাহিনী ‘অহল্য তুমিও’, ‘আমিই সেই মেয়ে’ কবি সুবোধ সরকারের ‘কাল্লু’- কবিতা সহ ১২ টি কবিতা শ্রতিসুন্দরে ভরা ছিল। যা প্রতিবাদের ভাষা ঝলসে তোলে। কবিতার দৃঢ় উচ্চারণের প্রতিফলন সমাজে পড়বে এমন প্রত্যাশায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন গুণীজন মৃণাল কান্তি সাহা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কার্যনির্বাহী সদস্য রফিকুদ্দৌলা রাব্বি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাদেকুর রহমান সুজন, জিয়াউল হক বাবলা, শিক্ষাবিদ শাহজাহান সাকিদার, প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত।
×