ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে আট দিনব্যাপী নাট্যোৎসব শুরু

প্রকাশিত: ০৯:০৩, ২৫ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জে আট দিনব্যাপী নাট্যোৎসব শুরু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ‘বিশ্ব রঙ্গমঞ্চ ঝংকৃত হোক মানবতা ও কল্যাণের জয়গানে’ সিরাজগঞ্জে আট দিনব্যাপী ‘নাট্যাধার নাট্যোৎসব’ রবিবার শুরু হয়েছে। সিরাজগঞ্জের কাজিপুরে নবনির্মিত শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে রবিবর নাট্যোৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। নাট্যোৎসবের উদ্বোধনী দিনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ। উৎসবে আগামী ২৭ নবেম্বর সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে থিয়েটার ক্যাম্প। ২৪ নবেম্বর রবিবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় কাজিপুরে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে মঞ্চস্থ হয় ঢাকার থিয়েটার ফ্যাক্টরি প্রযোজিত নাটক ‘আষাঢ়ষ্য প্রথম দিবসে’। এ নাটকটির নির্দেশনা দিয়েছেন থিয়েটার ফ্যাক্টরির দল প্রধান অলোক বসু। আজ সোমবার মঞ্চস্থ হবে জামালপুরের থিয়েটার অঙ্গন প্রযোজিত মাসুম রেজা রচিত ও ফাহিম মালেক ইভান নির্দেশিত ‘হীরাবলি’। আগামীকাল মঙ্গলবার সিরাজগঞ্জের নাট্যলোক প্রযোজিত মাহবুব আলম রচিত এবং অনিক কুমার সাহা নির্দেশিত নাটক ‘রূপসুন্দরী’। বৃহস্পতিবার মঞ্চস্থ হবে নাট্যাধার প্রযোজিত নাটক ‘ছাগতত্ত্ব’। নাটকটি রচনায় শাহীন রহমান, নির্দেশনা দিয়েছেন মাহমুদুল হাসান লালন। শুক্রবার মঞ্চস্থ হবে থিয়েটার প্রযোজিত নাটক ‘মুক্তি’। রচনায় লী ব্লেসিং, ভাবানুবাদ মীজারুল কায়েস, নির্দেশনায় ত্রপা মজুমদার। শনিবার রাজশাহীর অনুশীলন প্রযোজিত নাটক ‘বুদেরামের কূপে পড়া’ নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মলয় ভৌমিক। উৎসবের শেষ দিন ১ ডিসেম্বর রবিবার নাটোরের সাকাম প্রযোজিত নাটক ‘একটি অবাস্তব গল্প’। রচনায় বিমল চট্টোপাধ্যায়, নির্দেশনায় অলক মৈত্র।
×