ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

প্রকাশিত: ০৬:১৮, ২৪ নভেম্বর ২০১৯

রংপুরে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি আজ রবিবার থেকে শুরু হয়েছে। পেঁয়াজ কিনতে সকাল থেকে নগরীর, মাহিগঞ্জ, রংপুর প্রেসক্লাব চত্তর, সিটি বাজার, কাচারী বাজার ও শাপলা চত্তর এলাকায় ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। দীর্ঘ অপেক্ষার পর ১ কেজি করে পেঁয়াজ কিনতে পেরে খুশি তারা। পেঁয়াজের ট্রাকগুলো বিক্রয় কেন্দ্রগুলোতে পৌছানোর আগেই ভোর থেকে সেখানে ভিড় করতে থাকেন নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধরা পর্যন্ত। কে আগে নিবেন এই নিয়ে ক্রেতাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়। পুলিশের উপস্থিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়। নগরীর মাহিগঞ্জ এলাকার টিসিবির ডিলার শাহাদাত হোসেন শাওন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক ক্রেতাকে ১ কেজি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে। তিনি জানান, মাত্র ১ হাজার কেজি পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু চাহিদা অনেক। তিনি বরাদ্দ বাড়ার জন্য সরকারের কাছে আবেদন জানান। প্রেসক্লাব চত্তরে পেঁয়াজ কিনতে আসা গৃহবধু সেলিনা জানান, রংপুরের বিভিন্ন বাজারে ২শ৬০ থেকে ৩ শত টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে পেরে তিনি খুশি। চাকরিজীবি তোফায়েল জানান, টিসিবি থেকে যে পেঁয়াজ দেওয়া হচ্ছে তা নিম্ন মানের। সাইজে এতো বড় যে ৪/৫ টি পিয়াজ এক কেজি হচ্ছে । আবার কেনার পর দেখা গেছে ভিতরে পঁচা। তবুও বাধ্য হয়ে তাদের কিনতে হচ্ছে। তবে অনেক ক্রেতা বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে পাওয়ায় টিসিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
×