ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরিবহন আইন পরিবর্তন করা সহজ নয় ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৩:৫২, ২৪ নভেম্বর ২০১৯

পরিবহন আইন পরিবর্তন করা সহজ নয় ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার ধানম-ির বাসভবনে বৈঠকে অংশ নেন। রাত নয়টায় শুরু হওয়া বৈঠকটি রাত সাড়ে ১১টার পর শেষ হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। বাস্তবতা হচ্ছে এখন পরিবহন আইন পরিবর্তন করা সহজ নয়। তবে ফেডারেশনের উত্থাপিত দাবিগুলো সুপারিশ আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, আগামী বছর ৩০ জুনের মধ্যে সারাদেশের পরিবহনগুলোর ফিটনেস ও লাইসেন্স হালনাগাদ করতে হবে। ভুয়া লাইসেন্স পেলে বাজেয়াফত করা হবে। এ ছাড়া ভুয়া লাইসেন্স দিয়ে কেউই গাড়ি চালাতে পারবে না। তিনি আরও বলেন, গাড়ির লাইসেন্স নবায়ন ও ফিটনেস ঠিক না থাকায় ইতোমধ্যে অনেককেই বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। সরকারী ফি দিয়ে এগুলো নবায়ন করার দাবি জানিয়েছে নেতারা। তবে আমরা বলেছি, জরিমানা মওকুফের জন্য আনুষ্ঠানিক আবেদন করার পর জরিমানা মওকুফের সুপারিশ করা হবে। গাড়ির ফিটনেস সংক্রান্ত বিষয়ে বিআরটিএ সিদ্ধান্ত নেবে। পাশাপাশি হাইওয়ে সেবা বৃদ্ধি করার ব্যবস্থা হচ্ছে। মন্ত্রী বলেন, দেশে আইন মানার সংস্কৃতি চালু করতে চাই। অন্যদিকে শাজাহান খান বলেন, সরকার যুক্তি ও ন্যায়সংগতভাবে এ বিষয়গুলো সংশোধন করবে আমরা আশা করি। আমরা সাজা কমানো নয়, জরিমানা কমানোর জন্য দাবি জানিয়েছি। বৈঠকে ফেডারেশনের নেতৃত্বে সারাদেশের অন্তত ৩০ জন শ্রমিক নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তা, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের জেরে দেশের বিভিন্ন স্থানে ধর্মঘটের পর বুধবার (২০ নবেম্বর) রাতে নিজ বাসভবনে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে কয়েকটি ধারা বাস্তবায়নে আগামী বছরের জুন পর্যন্ত শিথিলতা এবং কয়েকটি ধারা সংশোধনে বিবেচনার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন পরিবহন নেতারা।
×