ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ১২:৫০, ২৪ নভেম্বর ২০১৯

ক্যাম্পাস সংবাদ

শান্ত-মারিয়াম একাডেমির পুরস্কার বিতরণী সম্প্রতি রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীদের বর্ণাঢ্য বার্ষিক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ হাবে সকাল ৯.৩০টায় একাডেমির সকল বিভাগের শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয় দিনব্যাপী এ অনুষ্ঠানের। অনুষ্ঠানে ২০১৬ ও ১৭ সালের ১৭০ জন কৃতী শিক্ষার্থীকে মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাঃ আহসানুল কবীর, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ত্রিয়েটিভ টেকনোলজির রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান, বরেণ্য চিত্র শিল্পী অধ্যাপক শাকুর শাহ্, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপদেষ্টা ও উপ-পরিচালক যথাক্রমে প্রফেসর মোস্তাফিজুল হক ও মজিবুর রহমান দিলুসহ শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে একাডেমির উপ-পরিচালকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাপ্তি টানা হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠানের। আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ে ইতিহাস উৎসব আইডিয়াল কমার্স কলেজ ও শিক্ষা বিষয়ক মাসিক ম্যাগাজিন এডুকেশন ওয়াচ-এর উদ্যোগে বাংলাদেশের ইতিহাস চর্চাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ঢাকার স্কুল ও কলেজ/সমমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিহাস উৎসব ২০১৯ অনুষ্ঠিত হবে। ৯ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান গল্প / ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম তিন জনকে আকর্ষণীয় পুরস্কারসহ ১০ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ থাকছে। এ ছাড়াও ই-মেইল-ভবংঃরাধষড়ভযরংঃড়ৎু২০১৯@মসধরষ.পড়স ও মোবাইল-০১৬৪৩৩৯০০৭০-এ এসএমএস করেও কনফার্ম করা যাবে। উৎসবের উদ্বোধন : ১৫ ডিসেম্বর ২০১৯, সকাল ১১টা, অপরাজেয় বাংলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ : স্কুল পর্যায়ে (৯ম-১০ শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী) এবং কলেজ পর্যায় (১১শ’-১২শ’ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী) ২৪ ডিসেম্বর ২০১৯ সকাল ১০টা আইডিয়াল কমার্স কলেজ, ফার্মগেট, ঢাকা। ক্যাম্পাস প্রতিবেদক
×