ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারেক মাহমুদের মিউজিক্যাল ফিল্ম ‘সোনার বাংলা’

প্রকাশিত: ১২:৩৭, ২৪ নভেম্বর ২০১৯

তারেক মাহমুদের মিউজিক্যাল ফিল্ম ‘সোনার বাংলা’

সংস্কৃতি ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা। যার সফল বাস্তবায়ন ঘটছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে। সোনার বাংলার থিম নিয়ে কবি, অভিনেতা, নির্মাতা তারেক মাহমুদ তার লেখা গান নিয়ে ‘সোনার বাংলা’ শিরোনামে একটি ৬ মিনিটের মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন। এই গানের মধ্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের শ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিশেষভাবে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নাম। বাংলার রাজনীতিবিদ, লেখক, কবি, শিল্পীসহ প্রখ্যাত মানুষদের। তার মধ্যে আছেনÑ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, লালন ফকির, হাছন রাজা, শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পল্লীকবি জসীমউদ্দীন, শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ, শিল্পাচার্য জয়নুল আবেদিন। বীর শহীদদের বিশেষভাবে স্মরণ করা হয়েছে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার তা উল্লেখ করা হয়েছে। তারেক মাহমুদ জানান এই মিউজিক্যাল ফিল্মে পুরো বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা-। প্রখ্যাত সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ মিউজিক্যাল ফিল্মটির সুর ও সঙ্গীত করেছেন। দশজন সঙ্গীতশিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছেন। ডিসেম্বরে হবে প্রিমিয়ার শো ফিল্মটির। এই অনুষ্ঠানে বিজয় দিবস এবং প্রামাণ্য চলচ্চিত্রের গুরুত্ব নিয়ে থাকবে বিশেষ আলোচনা। এই অনুষ্ঠানে দেশের কিছু গুণী মানুষকে সম্মাননা জানানো হবে । তারেক মাহমুদ নব্বই দশকের কবি। কবিতা, গল্প, উপন্যাস, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, চলচ্চিত্র, চিত্রনাট্য ও নির্মাণ, অভিনয়, সাক্ষাতকার ইত্যাদি বিষয় নিয়ে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩০টি। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাও রচনা করেছেন। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ৫৭ জন শব্দসৈনিককে নিয়ে তৈরি করেছেন তথ্যচিত্র। ২৬ ভাষাসৈনিককে নিয়ে অন, একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। এছাড়াও অভিনয় করেছেন প্রায় দুশ’ টিভি নাটকে। নাটক, বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। নির্মাণ করছেন ‘চটপটি’ শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে ‘বাঙালীর মুক্তির সনদ : বঙ্গবন্ধুর ৬ দফা’ শিরোনামে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তাবনা জমা দিয়েছেন। এ বিষয়ে তারেক মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন আঙ্গিক নিয়ে চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্রে অনেক কাজ হলেও বাঙালীর মুক্তির সনদ বঙ্গবন্ধুর ৬ দফা নিয়ে বিশেষ কোন কাজ হয়নি। যেটা অনেক আগেই হওয়া দরকার ছিল। আমি মনে করি সরকার আমাকে এই কাজটি করার সুযোগ দেবেন। যা দেশের একটি প্রামাণ্য দলিল হবে।
×