ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাজরীনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

প্রকাশিত: ১২:২০, ২৪ নভেম্বর ২০১৯

তাজরীনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

সাভার সংবাদদাতা ॥ সাভারের আশুলিয়ায় তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকা-ের ঘটনার সাতবছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছেন আহত শ্রমিক ও নিহতের স্বজনেরা। শনিবার সন্ধ্যায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল-আবিসি, সাভার-আশুলিয়া কমিটির উদ্যোগে তাজরীন গার্মেন্টসের সামনে এই মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় নিহতের সংখ্যা অনুযায়ী শতাধিক মোমবাতি প্রজ্বালন করা হলে নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে চারপাশ। এসময় মোমবাতি হাতে তাজরীন টাম্পাকো, রানা-আর না, আর না’ এই স্লোগান তুলে নিহতদের স্মরণ করা হয়। এছাড়া নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠান থেকে নেতৃবৃন্দ ও শ্রমিকরা বলেন, তাজরীন ও রানা প্লাজাসহ সারাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আইএলও কনভেনশন-২১২ এবং মারাত্মক দুর্ঘটনা আইন ১৮৫৫-এর ভিত্তিতে শ্রমিকদের সারা জীবনের ক্ষতি ও বিভিন্ন দুর্ঘটনায় আদালতের আদেশ পত্র, ক্ষতিপূরণের বিবেচনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে।
×