ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় সার্ক দাবা শুরু ২৫ নবেম্বর থেকে

প্রকাশিত: ১২:০৬, ২৪ নভেম্বর ২০১৯

ঢাকায় সার্ক দাবা শুরু ২৫ নবেম্বর থেকে

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়ার রোসাটমের পৃষ্ঠপোষকতায়, সাইফ পাওয়ারটেক লিমিটেড, ম্যাক্স গ্রুপ, রূপায়ণ গ্রুপ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সহ-পৃষ্ঠপোষকতায়, বিশ্ব দাবা সংস্থার সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সার্ক দাবা চ্যাম্পিয়নশিপ ওপেন ও মহিলা বিভাগের প্রথম আসরের খেলা ২৫ নবেম্বর থেকে ঢাকার পল্টনের ফারস হোটেল এ্যান্ড রিসোর্টে শুরু হবে। শেষ হবে ৪ ডিসেম্বর। সব রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড়দের জন্য এ ইভেন্টে অংশগ্রহণ উন্মুক্ত এবং অংশগ্রহণে আগ্রহী রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড়দের নির্ধারিত রেজিস্ট্রেশন ফিসহ নাম জমা দিতে হবে। এ আসর ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বাংলাদেশের প্রায় ১০০ দাবাড়ু (যার মধ্যে আছেন ৪ গ্র্যান্ডমাস্টার, মহিলা আন্তর্জাতিক মাস্টার, ফিদেমাস্টারসহ)। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার দাবাড়ুও এতে অংশ নেবেন। এ চ্যাম্পিয়নশিপে মোট ২০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে (ওপেন বিভাগে ১১ হাজার, মহিলা বিভাগে ৭ হাজার ও বিদ্যুত গতির দাবায় ২ হাজার ডলার)। টুর্নামেন্টের ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। এই আসরে অংশ নিচ্ছেন না উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। তবে তিনি এই আসর উপলক্ষে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। এক বক্তব্যে তিনি বলেন, ‘ভারতে গ্র্যান্ডমাস্টার আছেন ৬৫ জন। অথচ তাদের একজনকেও এই আসরে আনতে না পারাটা দুর্ভাগ্যজনক।’ এর জবাবে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম বলেন, ‘এই আসর আয়োজনের জন্য আমাদের তেমন সময় দেয়া হয়নি। তাছাড়া ভারতের সব গ্র্যান্ডমাস্টারই এখন বিভিন্ন দাবা আসরে খেলা নিয়ে ব্যস্ত, ফলে তারা বাংলাদেশে আসতে পারছেন না। তবে আগামীতে তাদের এখানে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’ বাংলাদেশ যে দাবা জোনে (৩.২) আছে, তা থেকে ভারত আলাদা হয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতকে নিয়ে একটি আন্তর্জাতিক আঞ্চলিক দাবা ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করে। আর সে উদ্দেশ্যেই এই দাবা আসরের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে সার্ক দাবা ফেডারেশন গঠনেরও পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে আগামী ২৯ নবেম্বর সার্ক দাবা কংগ্রেস অনুষ্ঠিত হবে।
×