ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়াটলিংয়ের সেঞ্চুরিতে এগিয়ে নিউজিল্যান্ড

প্রকাশিত: ১২:০৬, ২৪ নভেম্বর ২০১৯

ওয়াটলিংয়ের সেঞ্চুরিতে এগিয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ দলের প্রথম চার ব্যাটসম্যান আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন বিজে ওয়াটলিং। এরপর হাল ধরে দলের ইনিংস তো গড়েছেনই, লিডও এনে দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরিও। ফলে বে ওভালে সিরিজের প্রথম টেস্টে শনিবার তৃতীয়দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের চেয়ে ৪১ রানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। মাউন্ট ম্যাঙ্গানিউ টেস্টের তৃতীয়দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৩৯৪ রান। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেয়া ওয়াটলিং অপরাজিত আছেন ১১৯ রানে, সঙ্গী স্যান্টনারের সংগ্রহ ৩১। আর প্রথম ইনিংসে ৩৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড খুব বেশি সুযোগ দেয়নি সফরকারী বোলারদের। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ওয়াটলিং ও হেনরি নিকোলস স্বচ্ছন্দেই ব্যাট করে জুটিতে পঞ্চাশ পূর্ণ করেন। ধীরস্থির ব্যাটিংয়ে ফিফটির পথে ছিলেন নিকোলস। কিন্তু ব্যক্তিগত ৪১ রানে জো রুটের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। এরপরই কিউইরা পায় দিনের সেরা জুটি। ষষ্ঠ উইকেটে ওয়াটলিং ও ডি গ্র্যান্ডহোম যোগ করেন ১১৯ রান। শুরুতে দেখেশুনে খেললেও এরপর স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং করেন ডি গ্র্যান্ডহোম। লাঞ্চের পর ১৪৯ বলে ফিফটি স্পর্শ করেন ওয়াটলিং। আর ডি গ্র্যান্ডহোম পঞ্চাশে পৌঁছান ৭৩ বলে সাতটি চার ও একটি ছক্কায়। দ্বিতীয় সেশনে উইকেটশূন্য থাকে ইংল্যান্ড। চা বিরতির পর প্রথম বলেই ফেরেন ডি গ্র্যান্ডহোম। অফস্টাম্পের বাইরের বল কাট করতে চেয়েছিলেন, গালিতে দুর্দান্ত এক ক্যাচ নেন ডম সিবলি। ১০৮ বলে ৬৫ রানের ইনিংসে ৭টি চারের পাশাপাশি ছিল একটি ছক্কা। দিনের খেলায় সেটিই ইংল্যান্ডের শেষ সাফল্য। ওয়াটলিং-স্যান্টনারের অবিচ্ছিন্ন জুটি এরপর স্কোরবোর্ডে যোগ করে আরও ৭৮ রান। স্যাম কুরানের বল ডিপ মিড উইকেটে ফ্লিক করে নেয়া সিঙ্গেলে ২৫১ বলে সেঞ্চুরিতে পৌঁছান ওয়াটলিং। নিজের খেলা সর্বশেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে তিনি করেছিলেন অপরাজিত ১০৫ রান। টানা দ্বিতীয় সেঞ্চুরিতে দলকে টানলেন বিজে ওয়াটলিং। দিনশেষে রইলেন অপরাজিত। দারুণ সঙ্গ দিলেন কলিন ডি গ্র্যান্ডহোম ও মিচেল স্যান্টনার। তাদের ব্যাটে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহকে ছাপিয়ে গেল নিউজিল্যান্ড। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস- ৩৫৩/১০ (১২৪ ওভার; বার্নস ৫২, সিবলি ২২, ডেনলি ৭৪, রুট ২, স্টোকস ৯১, পোপ ২৯, বাটলার ৪৩, কুরান ০, আর্চার ৪, লিচ ১৮*, ব্রড ১; বোল্ট ১/৯৭, সাউদি ৪/৪, ডি গ্র্যান্ডহোম ২/৪১, ওয়াগনার ৩/৯০, স্যান্টনার ০/২৪)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৩৯৪/৬ (১৪১ ওভার; রাভাল ১৯, লাথাম ৮, উইলিয়ামসন ৫১, টেইলর ২৫, নিকোলস ৪১, ওয়াটলিং ১১৯*, ডি গ্র্যান্ডহোম ৬৫, স্যান্টনার ৩১*; ব্রড ০/৪৫, কুরান ২/৭৪, লিচ ১/৯৭, স্টোকস ২/৩৭, রুট ১/৩১)। * তৃতীয়দিন শেষে
×