ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌরভের শহরে থাকলেও ইডেন গার্ডেন্সে নেই মাশরাফি, সাকিব

প্রকাশিত: ১২:০৫, ২৪ নভেম্বর ২০১৯

সৌরভের শহরে থাকলেও ইডেন গার্ডেন্সে নেই মাশরাফি, সাকিব

স্পোর্টস রিপোর্টার, কলকাতা থেকে ॥ মাশরাফি বিন মর্তুজা কলকাতায় এসেছেন। সাকিব আল হাসানও এসেছেন। তাহলে কী তারা ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারত টেস্ট দেখতে আসবেন? সবখানে এই একটা প্রশ্নই শনিবার সারাদিন ঘুরপাক খেয়েছে। কিন্তু তারা ইডেন গার্ডেন্সে আসেননি। যতদূর জানা গেছে, আসবেনও না। কারণ দুইজনই ইডেন টেস্ট দেখার জন্য কলকাতায় আসেননি। এসেছেন ব্যক্তিগত কাজে। বৃহস্পতিবার কলকাতার মহারাজ, ভারত ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর শহরে এসেছেন মাশরাফি। মনে করা হয়েছিল, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আসবেন মাশরাফি। কিন্তু তিনি সফরসঙ্গী হয়ে শুক্রবার নয়, নিজেই টেস্ট শুরুর আগেরদিন এসেছেন। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন ছোট ভাইয়ের বিবাহের মার্কেটিং করতে। তাকে আসলে ইডেন গার্ডেন্সের টেস্টের বিশাল আয়োজনের মাঝে আমন্ত্রণও সেভাবে জানানো হয়নি। কোন হিসেবেই যে মাশরাফি পড়েননি। সৌরভ গাঙ্গুলী ইডেনে গোলাপি বলে দিবারাত্রির টেস্টের জন্য ২০০০ সালে প্রথম টেস্ট খেলা বাংলাদেশ দলের সব ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই দলটিতে ছিলেন না মাশরাফি। তাই আমন্ত্রণ পাননি। যদি সাবেক বাংলাদেশ অধিনায়কদের আমন্ত্রণ জানানো হতো তাহলে মাশরাফিকে বলা হতো। কিন্তু তা করেননি গাঙ্গুলী। শুধু ২০০০ সালে প্রথম টেস্ট খেলা দলের ক্রিকেটারদেরই আমন্ত্রণ জানানো হয়নি। সেই দলটির বিরুদ্ধে যে ভারতই খেলেছিল। মাশরাফি তাই আমন্ত্রণ পাওয়ার হিসেবেই পড়েননি। তবে তিনি আসতে পারতেন। যদি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আসতেন। কিন্তু তিনি নিজেই এসেছেন। ভাইয়ের বিবাহের মার্কেটিং করতে এসেছেন। দুই একদিন আরও থাকবেন। তারপরই বাংলাদেশে চলে যাবেন। ইডেন গার্ডেন্সে আসলেও আসতে পারেন। তবে এখন পর্যন্ত আসার কোন সম্ভাবনাই দেখা যাচ্ছে না। সাকিবও এখন কলকাতাতেই আছেন। আজ বাংলাদেশেও চলে যাবেন। সাকিব আসেন শুক্রবার রাতে। যেদিন ইডেন টেস্ট শুরু হয়েছে। কিন্তু তিনি টেস্ট দেখতে স্টেডিয়ামে আসবেন না বলেই জানা গেছে। কেন আসবেন না? যতদূর জানা গেছে, ব্যবসায়িক কাজে কলকাতায় আসেন সাকিব। শুরুতে সবার মধ্যেই কৌতূহল দেখা গেছে। সাকিব কেন কলকাতায় এসেছেন? এই প্রশ্ন উঠেছে। তখন বলাবলি হয়েছে, তাহলে কী আইসিসি এ্যান্টি করাপশন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে এসেছেন সাকিব? এখন টেস্ট চলছে কলকাতায়। আকসুর কর্মকর্তারা কলকাতাতেই আছেন। কোন এক কর্মকর্তার সঙ্গে দেখা করতে এসেছেন। হয়তো আকসুর সঙ্গে যে কিছু ক্রিকেটভিত্তিক সচেতনামূলক কাজ করার কথা, তা নিয়েই আলোচনা করতে এসেছেন। কিন্তু যতদূর জানা গেছে, এমনটি নয়। সাকিব ব্যবসায়িক কাজে কলকাতা এসেছেন। আজ ঢাকায় চলেও আসবেন। তার টেস্ট দেখার কোন সুযোগও নেই। ক্রিকেট সম্পর্কিত যে কোন বিষয় থেকে সাকিব এক বছরের জন্য নিষিদ্ধ। ক্রিকেট খেলতে পারবেন না। ক্রিকেট বিষয়ক কোন বিষয়েও থাকতে পারবেন না। তাই তিনি মাঠেও উপস্থিত থাকতে পারবেন না। তবে আলোচনা শুরু হয়ে গেছে, মোহাম্মদ আশরাফুল যদি ফিক্সিং করার পরও মাঠে খেলা দেখতে আসতে পারেন তাহলে সাকিব তো ফিক্সিং করেননি। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আকসুকে জানাননি। তাই অপরাধ করেছেন। নিষিদ্ধও হয়েছেন। কিন্তু সাকিব নিজেই আসলে স্টেডিয়াম আসবেন না। তিনি যে কাজে এসেছেন। তা সেরে আজই ঢাকায় চলেও আসবেন।
×