ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন বছরে ফেরার কথা সানিয়ার মুখে

প্রকাশিত: ১২:০৪, ২৪ নভেম্বর ২০১৯

নতুন বছরে ফেরার কথা সানিয়ার মুখে

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ম্যাচে এত দর্শক কখনও দেখেননি সানিয়া মির্জা। ইডেনে এসেছেন। টি২০ ও ওয়ানডে ম্যাচ ছাড়া গ্যালারির প্রত্যেক কোণে সমর্থকদের ভিড় চোখে পড়েনি আগে। ইডেনে এক নতুন অভিজ্ঞতা হলো তার। মাতৃত্বকালীন অবসর ও চোটের কারণে প্রায় দু’বছর কোর্টের বাইরে। সানিয়া জানিয়ে গেলেন, দ্রুতই তিনি কোর্টে ফিরতে চলেছেন। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলীয় ওপেনেই ফের দেখা যেতে পারে ভারতীয় টেনিস সুন্দরীকে। ইডেনের ক্লাব হাউসে দাঁড়িয়ে সানিয়া বলছিলেন, কোর্টে দ্রুতই ফিরব। আশা করছি জানুয়ারিতে অস্ট্রেলীয় ওপেনেই ফের খেলতে দেখা যাবে আমাকে। প্রথমবার টেস্ট ম্যাচ দেখতে এসে এত সমর্থন কী রকম উপভোগ করছেন তিনি? সানিয়ার কথায়, অসাধারণ অভিজ্ঞতা। ইডেনে আগেও এসেছি। কিন্তু কখনও টেস্ট দেখা হয়নি। প্রথমবার দিনরাতের টেস্ট ম্যাচের সাক্ষী থাকতে পেরে খুব ভাল লাগছে। সঙ্গে যোগ করেন, টেস্ট ম্যাচ ঘিরে এত উত্তেজনা সত্যি দেখা যায় না। ইডেন উদাহরণ হয়ে থাকল। সানিয়ার পোশাকেও গোলাপির আভা। কালো টপের ওপরে গোলাপি ব্লেজার পরে ইডেনে এসেছিলেন। বলছিলেন, গোলাপি বলে খেলা। কলকাতার প্রত্যেক কোণ এখন গোলাপি। আমিও ভাবলাম পরিবেশের সঙ্গে মানিয়েই নিজে সেজে উঠি। সানিয়ার সঙ্গেই সিএবি বক্স থেকে বেরিয়ে আসছিলেন নিজামের শহরের আরেক তারকা। তিনি ইডেনের সম্রাট মোহাম্মদ আজহারউদ্দিন। তার টেস্ট জীবনের অভিষেক হয়েছিল ইডেনেই।
×