ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন উচ্চতায় মার্নাস লাবুশানে

প্রকাশিত: ১২:০৩, ২৪ নভেম্বর ২০১৯

নতুন উচ্চতায় মার্নাস লাবুশানে

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত সেঞ্চুরিতে সাম্প্রতিক সময়ে টেস্টের ব্যর্থতা ঘুচিয়েছেন ডেভিড ওয়ার্নার (১৫৪)। ব্রিসবেন টেস্টে এবার নতুন উচ্চতায় মার্নাস লাবুশানে। পাকিস্তানের বিপক্ষে মাত্র ষষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে ১৮৫ বা ততধিক রানের ইনিংস উপহার দিলেন ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এ টপঅর্ডার ব্যাটসম্যান। সঙ্গে জো বার্নসের ৯৭ রানের সৌজন্যে প্রথম ইনিংসে অলআউট অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫৮০। আর ২৪০-এ গুটিয়ে যাওয়া পাকিস্তানের তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্কোর ৩ উইকেটে ৬৪। ইনিংস হার এড়াতেই আজহার আলিদের চাই আরও ২৭৬। ৪৮.৪ ওভারে ৪ উইকেট শিকারে ২০৫ রান খরচ করেছেন ইয়াসির শাহ। ক্যারিয়ারে তিনবার ইনিংসে দুই শ’র ওপরে রান দিয়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন এই লেগস্পিনার। সবমিলিয়ে সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কঠিন পরীক্ষায় ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা। অন্যদিকে ওয়ার্নার-লাবুশানের ব্যাটিং আর মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের আগুন ঝরানো পেস বোলিংয়ে ব্রিসবেন টেস্টের নিয়ন্ত্রণ পুরোপুরি টিম পেইনের অস্ট্রেলিয়ার হাতে। ১ উইকেটে ৩১২ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন অভিষিক্ত নাসিম শাহ। ১৬ বছর বয়সী পেসার ফিরিয়ে দেন ডেভিড ওয়ার্নারকে (১৫৪)। আগেরদিনের ১৫১ রানের সঙ্গে আর মাত্র ৩ রান যোগ করেন বাঁহাতি ওপেনার। স্কোরবোর্ডে আর ৭ রান যোগ হতে স্টিভ স্মিথকে (৪) ফেরান ইয়াসির শাহ। টেস্টে সপ্তমবারের মতো স্মিথকে আউট করলেন এই লেগস্পিনার। চতুর্থ উইকেটে ম্যাথু ওয়েডকে নিয়ে ১১০ রান যোগ করেন লাবুশানে। ১৬১ বলে ১২ চারে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৬০ রান করে হারিস সোহেলের বলে ওয়েড (৬০) উইকেটের পেছনে ধরা পড়লে ভাঙ্গে জুটি। ট্রাভিস হেড ও অধিনায়ক টিম পেইনকে নিয়ে দুটি কার্যকর জুটিতে লিড ৩০০ পার করেন লাবুশানে। ১৮৫ রান করে শাহীন শাহ আফ্রিদির বলে বাবর আজমের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটসম্যান। টেস্টে তার আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৮১, আর প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮২। শুধু তাই নয়। টেস্টে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ান কোন ব্যাটসম্যানের এটি ষষ্ঠ ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। তালিকায় মার্ক টেইলর, রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গারের মতো গ্রেটের পাশে নাম লিখিয়েছেন তিনি। মাত্র ৮ টেস্টের ১৬ ইনিংসে রয়েছে পাঁচটি হাফ সেঞ্চুরিও। অবশ্য লাবুশানে ফেরার পর অস্ট্রেলিয়ার শেষ ছয় ব্যাটসম্যানের কেউ ছুঁতে পারেননি ত্রিশ। ৩৫ রানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ইয়াসির। অবশ্য এ জন্য তাকে খরচ করতে হয়েছে ২০৫ রান। প্রথম বোলার হিসেবে টেস্টে তিনবার ইনিংসে দুই শ’র বেশি রান দেয়ার বিব্রতকর এক রেকর্ডও গড়েছেন তিনি। ক্যারিয়ারে দুইবার দুই শ’র ওপরে রান দেয়া অপর দু’জন হলেন ভিনু মানকড় ও সাকলাইন মুশতাক। ৩৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সফরকারীরা শুরুতেই হারায় আজহার আলিকে (৫)। রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি পাকিস্তান অধিনায়ক। নিজের পরের ওভারেই হারিস সোহেলকে (৮) ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ফিফটির দেখা পাওয়া আসাদ শফিক (০) রানের খাতা খেলার আগেই প্যাট কামিন্সের বলে স্লিপে ধরা পড়লে পাকিস্তানের বিপদ আরও বাড়ে। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস- ২৪০/১০ (৮৬.২ ওভার; মাসুদ ২৭, আজহার ৩৯, হারিস ১, শফিক ৭৬, বাবর ১, ইফতিখার ৭, রিজওয়ান ৩৭, ইয়াসির ২৬, শাহিন শাহ ০, নাসিম ৭, ইমরান ৫*; স্টার্ক ৪/৫২, হ্যাজলউড ২/৪৬, কামিন্স ৩/৬০) ও দ্বিতীয় ইনিংস- ৬৪/৩ (১৭ ওভার; মাসুদ ২৭*, আজহার ৫, হারিস ৮, আসাদ ০, বাবর ২০*; স্টার্ক ২/২৫, কামিন্স ১/১৬)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৫৮০/১০ (১৫৭.৪ ওভার; ওয়ার্নার ১৫৪, বার্নস ৯৭, লাবুশানে ১৮৫, স্মিথ ৪, ওয়েড ৬০, হেড ২৪, পেইন ১৩, কামিন্স ৭, স্টার্ক ৫, লেয়ন ১৩*, হ্যাজলউড ৫; শাহিন শাহ ২/৯৬, ইমরান ১/৭৩, নাসিম ১/৬৮, ইয়াসির ৪/২০৫, হারিস ২/৭৫)। ** তৃতীয়দিন শেষে
×