ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে আগুনে পুড়ে তিন গরুর মৃত্যু

প্রকাশিত: ১১:৫৭, ২৪ নভেম্বর ২০১৯

বোয়ালমারীতে আগুনে পুড়ে তিন গরুর মৃত্যু

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৩ নবেম্বর ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে শুক্রবার রাত ৯টার দিকে আগুনে পুড়ে তিন গরুর মৃত্যু হয়েছে। এ সময় দুটি বসতঘর একটি রান্না ঘর পুড়ে যায়। জানা গেছে, রাত ৯টার দিকে পোয়াইল গ্রামের কৃষক সানো মোল্যার বসতঘরে আগুন ধরে। এ সময় দুটি বসতঘর একটি রান্না ঘর এবং গোয়াইল ঘর পুড়ে যায়। গোয়াইল ঘরে থাকা দুটি এড়ে বাছুর একটি বকনা বাছুর পুড়ে মারা যায়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নোয়াখালীতে পুলিশী বাধায় বিএনপির সমাবেশ প- ॥ আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৩ নবেম্বর ॥ খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার প্রেসক্লাবের সামনে ও শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। অপরদিকে বিএনপির দাবি তাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে। এতে নোয়াখালী প্রেসক্লাবের সামনে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশ প- হয়ে যায়। বিএনপি নেতৃবৃন্দ জানান, সকাল সাড়ে ১০টা থেকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে সমবেত হয়। বেলা ১১টার দিকে একটি মিছিল আসলে পুলিশ মিছিলে বাধা দেয়। মুহূর্তের মধ্যে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
×