ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় ‘বঙ্গবন্ধুর দর্শন ও মানব উন্নয়ন’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১১:৫৬, ২৪ নভেম্বর ২০১৯

খুলনায় ‘বঙ্গবন্ধুর দর্শন ও মানব উন্নয়ন’ শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে ‘বঙ্গবন্ধুর দর্শন ও মানব উন্নয়ন’ শীর্ষক আঞ্চলিক সেমিনার শনিবার নগরীর বয়রা এলাকায় অবস্থিত খুলনা সরকারী মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সকালে দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস শাহিন আহম্মদ ও খুলনা আঞ্চলিক সেমিনারের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দর্শন ছিল সাধারণ মানুষের জীবনবোধ এবং অর্থনৈতিক সুষম বণ্টনের সংমিশ্রণ। জনগণের অন্তর্নিহিত অপার শক্তি ও ক্ষমতার ওপর ছিল বঙ্গবন্ধুর পূর্ণ আস্থা ও বিশ^াস। বাংলাদেশ এখন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে অগ্রগামী। উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর দর্শনের আলোকে দেশের অর্থনৈতিক কর্মকা- পরিচালনার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। বরিশালে টেক্সটাইল মিলের গোডাউনে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে অগ্নিকা-ে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার রাত দেড়টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। টেক্সটাইল মিলের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাত দেড়টার দিকে মিলের পেছনের তুলার গোডাউনে হঠাৎ করেই ধোঁয়া দেখতে পায় কর্মরত শ্রমিকরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বরিশাল ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, যেখানে আগুন লেগেছে সেটি তুলার গোডাউন। তার পাশেই সুতা তৈরির মেশিনারি ছিল। বড় ধরনের ক্ষতির আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
×