ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণ ভৈরবে উদ্ধার ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ১১:৫৬, ২৪ নভেম্বর ২০১৯

যশোরে দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণ ভৈরবে উদ্ধার ॥ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৩ নবেম্বর ॥ শনিবার দুপুরে ভৈরব বাজার স্বর্ণ পট্টির দোকান থেকে যশোর শহরের কাপুড়িয়া পট্টি রোডের মতিয়ার সুপার মার্কেটের প্রিয়াঙ্গন জুয়েলার্স নামের একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে চুরি হওয়া ৩৭ ভরি স্বর্ণের মধ্য ১০ ভরি স্বর্ণসহ ২ স্বর্ণচোরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো স্বর্ণ চুরির মূল হোতা রুবেল ও ভৈরব বাজারের শ্রীলক্ষী স্বর্ণ শিল্পালয় দোকান মালিক নেপাল বিশ্বাস রুবেলকে পৌর শহরের মুসলিমের মোড় থেকে যশোর ডিবি পুলিশ গ্রেফতার করে। যশোরের স্বর্ণের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চেনার পর দীর্ঘদিন তদন্ত করে তার পরিচয় ঠিকানা পেয়ে প্রথমে রুবেলকে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী স্বর্ণের ক্রেতা নেপালকে ডিবি পুলিশ গ্রেফতার করে। উল্লেখ্য, গত ২৭ জুন যশোরের ওই স্বর্ণের দোকান থেকে প্রকাশ্যে দিনের বেলা বিকেল সাড়ে ৩ টায় সার্টার ভেঙ্গে চোর চক্র ৩৭ ভরি স্বর্ণ চুরি করে পালিয়ে যায়। ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল। তারপর দোকান মালিক অমিত রায় আনন্দ এই ঘটনায় এদিনই যশোর কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি মামলা করে। এরপর মামলাটি যশোর ডিবি পুলিশকে তদন্ত দেয়া হয়। ডিবি পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করে। তারপর গত কয়েকদিন আগে সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী চোর চক্রের সদস্য চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আঃ রহিম বাদশা ও চট্টগ্রামের বাকুলিয়া থেকে সোহেলকে গ্রেফতার করে ডিবি। এসময় দুজনের কাছ থেকে চুরির ৩ ভরি স্বর্ণ উদ্ধার করে ডিবি। এদুজনকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী চক্রের সদস্য সুমন ও উজ্জলকে কুমিল্লার মুরাদনগর থেকে গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশ জানান। মানিকগঞ্জে বিদ্যুত কর্মসূচী উদ্বোধন নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ, ২৩ নবেম্বর ॥ মুজিববর্ষ উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের স্বার্থে মানিকগঞ্জে ১০০ দিনের বিশেষ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির উদ্যোগে এই কর্মসূচীর উদ্বোধন করেন পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা। পল্লী সমিতির বোর্ড সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিজিসিবির নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন, পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) শাহ আলম, জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিপাসা ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।
×