ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক

প্রকাশিত: ১১:৫৩, ২৪ নভেম্বর ২০১৯

পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে পুশইন (অনুপ্রবেশ) ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল ব্যবস্থাও জোরদার করেছে। ভারতে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) শুরু হওয়ার পর হঠাৎ করেই ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ শুরু হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় দুই শতাধিকেরও বেশি ব্যক্তিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অনুপ্রবেশের অভিযোগে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় বিজিবি উত্তরাঞ্চলের জেলার সীমান্তে কেউ যাতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্তের অধিবাসী ও জনপ্রতিনিধিদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্তবাসীরা জানায় আজকালের মধ্যে যে কোন এলাকা দিয়ে বিএসএফ ৫৭ জনকে বাংলাদেশে পুশইন করাতে পারে সে জন্য বিজিবিসহ এলাকাবাসী সতর্ক রয়েছে। খবর প্রকাশ পেয়েছে নতুন করে আরও ৫৭ জনকে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ভারতের কর্নাটক প্রদেশের সরকার। শুক্রবার সকালে এদের ট্রেনে চাপানো হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে। আটকদের মধ্যে রয়েছেন ২২ পুরুষ, ২৫ মহিলা এবং ১০ শিশু। শুক্রবার রাতে ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইনে প্রকাশিত একটি খবর হতে এ তথ্য পাওয়া যায়। ওই খবরে আরও বলা হয় গত মাসে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ বহু বাংলাভাষীকে আটক করে। বেঙ্গালুরু পুলিশের দাবি, এদের কাছে ভারতীয় নাগরিকত্বের কোন প্রমাণ মেলেনি। পুলিশের আরও দাবি, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে তারা বাংলাদেশী এবং কোন রকম নথিপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকেন। পুলিশের দাবি, আটকদের ফোনের কল ডিটেলসেও প্রমাণ পাওয়া গিয়েছে যে তারা বাংলাদেশী। এদিকে ওই খবরে ভারত থেকে পুশইন ঠেকাতে উত্তরাঞ্চলের সীমান্তে বিজিবি কঠোর নজরদারি শুরু করেছে। কেউ যাতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্তের অধিবাসী ও জনপ্রতিনিধিদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে অনেকে মনে করছেন অসম ছেড়ে ওই সকল বাঙালী বেঙ্গালুরুতে গিয়ে আশ্রয় নিতে গিয়ে সেখানকার পুলিশের হাতে বাংলাদেশী হিসেবে আটক হয়েছে। তাদেরই পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করছে বিএসএফ। ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ‘আমার এলাকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।’ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী বলেন, ‘আমার সীমান্ত এলাকায় কোন অনুপ্রবেশের ঘটনা এখনও ঘটেনি। তবুও বিজিবি সীমান্তে কঠোর নজরদারিতে রয়েছে।’ ঝিনাইদহে আটক ২১ নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান,মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ অব্যহত রয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ২১ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। ফেরত আসা কয়েকজন জানান, তারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ও চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিল। সেখানে এখন কোন কাজ নেই। ফলে বাংলাদেশে ফেরত আসছে। তাদের সকলের বাড়ি বিভিন্ন অঞ্চলে। মহেশপুর ৫৮ উপ-অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, বিজিবির নিয়মিত টহল দেয়ার সময় মহেশপুর বিওপির ১শ’ থেকে দেড় শ’ গজ অভ্যন্তরে শনিবার ভোর ৫টার দিকে ১৬ এবং জলুলি বিওপির মগদাশপুর মাঠ থেকে ৫ জনসহ ২১ জনকে আটক করা হয়েছে।
×