ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষীপুরে ডাকাত নিহতের ঘটনায় দুই মামলা

প্রকাশিত: ১১:৫২, ২৪ নভেম্বর ২০১৯

লক্ষীপুরে ডাকাত নিহতের ঘটনায় দুই মামলা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৩ নবেম্বর ॥ রায়পুরে ডাকাতিকালে গণপিটুনিতে সোহেল নামে ডাকাত নিহতের ঘটনায় পুলিশ অজ্ঞাত ৫০০/৬০০জনকে আসামি করে মামলা রুজু করেছে। মামলার বাদী হচ্ছেন, রায়পুর থানার এসআই মানিক চন্দ্র বড়ুয়া। শুক্রবার রাতে রায়পুর থানায় মামলাটি রুজু করা হয়। এ ছাড়াও ডাকাতি ঘটনায় গ্রেফতারকৃত পাঁচ ডাকাতকে প্রধান আসামি এবং অজ্ঞাত ৫/৬জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়। ডাকাতদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র মামলায় গ্রেফতারকৃত ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬জনকে আসামি করে পৃথক আরেকটিসহ দু’টি মামলা দায়ের করা হয় রায়পুর থানায়। ডাকাতি এবং অ¯্ররে মামলাও বাদী হচ্ছেন রায়পুর থানার এস আই মানিক চন্দ্র বড়ুয়া। তিনটি মামলার খবর নিশ্চিত করেছেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া। উল্লেখ্য, রায়পুর উপজেলার বামনী ইউপির সাগরদি গ্রামে শুক্রবার ভোরে স্থানীয় জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতিকালে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের বিপুল সংখ্যক মানুষ ছুটে এসে ডাকাতদের ঘেরাও করে ৬ ডাকাতকে পাকড়াও করে। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দু’রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশ ডাকাতদের নিবৃত্ত করতে দু’রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতদের আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে গুরুতর আহত হয় ডাকাতদের ছয়জন। গুরুতর আহত ডাকাতদের রায়পুর উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক চাঁদপুরের হাইমচরের বাসিন্দা সোহেল নামের একজনকে মৃত ঘোষণা করেন।
×