ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে টেকসই অগ্রগতিতে স্থানীয় প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ১১:৫১, ২৪ নভেম্বর ২০১৯

মুন্সীগঞ্জে টেকসই অগ্রগতিতে স্থানীয় প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ‘টেকসই অগ্রতিতে স্থানীয় প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা হয়েছে। শনিবার সকালে সিরাজদিখানের ঢালী আম্বর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ইআরডি সচিব মনোয়ার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকসই অগ্রগতি প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব আব্দুল বাকী। স্বাগত ভাষণ দেন যুগ্ম সচিব রেজাউল বাশার সিদ্দিকী। এই কর্মশালায় সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক, শিক্ষক, এনজিওসহ বিভিন্ন স্থরের ৭০ প্রতিনিধি অংশ নেন। এতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ত্বরান্বিতকল্পে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে এই জেলায় উপযোগী টেকসই প্রকল্প গ্রহণের সুপারিশ করার জন্য তালিকা তৈরি করা হয়।
×