ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম মহানগরীতে ছয় জোনে ভাগ করে সুপেয় পানি সরবরাহ

প্রকাশিত: ১১:৫০, ২৪ নভেম্বর ২০১৯

চট্টগ্রাম মহানগরীতে ছয় জোনে ভাগ করে সুপেয় পানি সরবরাহ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রায় ৩ হাজার ৮০৮ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে মহানগরীতে সুপেয় পানি সরবরাহে সুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে ওয়াসা। পুরো মহানগরীকে ৬ জোনে ভাগ করে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ১১ ওয়ার্ডের ২০ লাখ নগরবাসীর পয়ঃবর্জ্য সুয়ারেজ ব্যবস্থার আওতায় আনা হবে। শনিবার দুপুরে নগরীর রেডিসন ব্লুর একটি হলে আয়োজিত ওয়াসার পয়ঃনিষ্কাশন স্থাপন প্রকল্পের (প্রথম পর্যায়) পরামর্শ নিয়োগের চুক্তি স্বাক্ষর হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। এ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম ওয়াসার এমডি একেএম ফজলুল্লাহ প্রমুখ।
×