ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এশিয়ার বাজারে কমছে এলএনজির দাম

প্রকাশিত: ১১:৪৮, ২৪ নভেম্বর ২০১৯

এশিয়ার বাজারে কমছে এলএনজির দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ এশিয়ার বাজারে কমছে তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। সপ্তাহের ব্যবধানে দর কমেছে প্রায় ১৫ শতাংশ। উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রতি মিলিমিটার ‘ব্রিটিশ থার্মাল ইউনিট’ এলএনজি বিক্রি হচ্ছে ৫ দশমিক সাত শূন্য ডলারে। বাজার বিশ্লেষকরা বলছেন, আমদানি ও মজুত বেড়ে যাওয়ায় এশিয়ার বাজারে এ জ্বালানি পণ্যের দাম কমতে শুরু করেছে। বিশ্লেষকরা জানান, এশিয়ার প্রায় সব দেশেই আগামী এক বছরের জন্য প্রয়োজনীয় এলএনজি মজুত রয়েছে। তাই রফতানিকারক দেশগুলোতেও এ পণ্যের দাম কমবে। মজুত বাড়ায় যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির একটি চালান বাতিল করেছে সিঙ্গাপুর। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য চুক্তির খসড়া শীঘ্র প্রকাশ অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির খসড়া শীঘ্র প্রকাশ করা হবে। বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গও ফেং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গও ফেং জানান, চুক্তিতে দুপক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হবে। এর আগে বাণিজ্য চুক্তি ইস্যুতে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম চোহানের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই। এতে বাণিজ্য দ্বন্দ্ব নিরসনে সি চিনপিং প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
×