ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে বিসিকের শিল্পনগরী হচ্ছে

প্রকাশিত: ১১:৪৭, ২৪ নভেম্বর ২০১৯

নীলফামারীতে বিসিকের শিল্পনগরী হচ্ছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নতুন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প নগরী গড়ে তোলা হবে উত্তরাঞ্চলের নীলফামারীতে। শনিবার দুপুরে জেলা সদর উপজেলায় সম্ভাব্য স্থানও পরিদর্শন করেছেন বিসিক চেয়ারম্যান মোশতাক হোসেন এনডিসি। স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের প্রস্তাবনার প্রতিবেদনের ওপর ভিত্তি করে শিল্প এলাকা গড়ে তোলার চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিক চেয়ারম্যান। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেদিকে নজর রেখেই বিসিকের পক্ষে নীলফামারী জেলায় আগ্রহী নতুন উদ্যোক্তাদের নিবন্ধনের মাধ্যমে তালিকা করা হবে। এ জন্য তিনি স্থানীয় চেম্বার অব কমান্সের সহযোগী কামনা করেন। আগামী দুই বছরের মধ্যে নীলফামারীতে বিসিক নগরী গড়ে তোলা গেলে এখানকার বিনিয়োগকারীদের জন্য সব সুবিধা থাকবে। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এখন কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। নামে বিসিক, কিন্তু তার কার্যক্রম এখন অনেক বড় পরিসরে। ইতোমধ্যে আগামী ১০ বছরের জন্য একটি কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। অবশ্য এই সময়ের মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশী-বিদেশী বিনিয়োগকারী বিসিকের তৈরি শিল্পপার্কে বিনিয়োগের ব্যাপারে আকৃষ্ট হবে। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিয়ম সভা করেন বিসিক চেয়ারম্যান। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিকের উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগের পরিচালক খলিলুর রহমান, বিসিকের রাজশাহী রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক তামান্না রহমান, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল অবেদীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব হোসেন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, নীলফামারীর বিসিকের ব্যবস্থাপক হোসনে আরা খাতুন, চেম্বার সভাপতি মারুফ জামান কোয়েল, সাবেক চেম্বার সভাপতি এসএম শফিকুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টুসহ প্রমুখ।
×