ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: ১১:৪৬, ২৪ নভেম্বর ২০১৯

আবারও বাড়ল স্বর্ণের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। আজ রবিবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন ও রূপার দাম। এর আগে টানা চারবার বাড়ানোর পর গত ১০ সেপ্টেম্বর সর্বশেষ স্বর্ণের দাম কমানো হয়। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৬৯৫ এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৫০ হাজার ৬৮০ টাকায়। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এ যাত্রায় বাড়ানো হয়নি। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি বিক্রি হচ্ছে ২৯ হাজার ১৬০ টাকা। এদিকে প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রাখা হয়েছে। এর আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে দাবি করে আগস্ট মাসের ৬, ৮, ১৯ ও ২৭ তারিখ স্বর্ণের দাম বাড়ায় বাজুস। ব্যবসায়ীরা জানান, দেশের স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে সঙ্গে ওঠা নামা করে। এরই অংশ হিসেবে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
×