ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোন লভ্যাংশ দেবে না সাফকো স্পিনিং

প্রকাশিত: ১১:৪৫, ২৪ নভেম্বর ২০১৯

কোন লভ্যাংশ দেবে না সাফকো স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য কোন লভ্যাংশ দেবে না। সংশ্লিষ্ট বছরে কোম্পানির মুনাফা না হওয়ায় পর্ষদ লভ্যাংশ না দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। গত ৩০ জুন, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করার পর লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। সাফকো স্পিনিং মিলসের নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে লোকসান করেছে ০.৪৯ টাকা। আগেরবছর শেয়ারপ্রতি আয় করেছিল ০.৪১ টাকা (রিস্টেটেড)। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ২৯ পয়সা, যা আগেরবছর এই সময়ে ছিল ৩ টাকা ৩০ পয়সা। সে হিসেবে শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ কমেছে ১ টাকা ১ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×