ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কারাগারে থেকে চুরি

প্রকাশিত: ১১:২৭, ২৪ নভেম্বর ২০১৯

কারাগারে থেকে চুরি

নাইজিরিয়ায় ৯ বছর আগে জালিয়াতি মামলায় গ্রেফতার হন হোপ ওলুসেগুন আরোকে নামের এক ব্যক্তি। ২৪ বছরের জেলও এখন খাটছেন তিনি। এর মধ্যেই তিনি অভাবনীয় এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। ইন্টারনেটে জালিয়াতির মাধ্যমে কারাগারে বসেই ১০ লাখ মার্কিন ডলার চুরি করে ফেলেছেন তিনি। নাইজিরিয়ার ইকোনমিক এ্যান্ড ফিন্যান্সিয়াল ক্রাইমস কমিশন (ইএফসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এরইমধ্যে গোয়েন্দাদের কাছে এই জালিয়াতি সংক্রান্ত সব তথ্য পাঠানো হয়েছে। কারাগারের এমন উচ্চ নিরাপত্তার ভেতরে থেকেও কীভাবে এই কাজ করলেন আরোকে, সেটি তাদের কাছেও রহস্য হয়ে আছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কারাগারে বসেও অবাধে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করতেন আরোকে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ইএফসিসি জানিয়েছে, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে তাকে কারাগারে ফোন ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়া হয়েছিল। কোন এক অজ্ঞাত অসুখের কারণে তাকে লাগোসের নাইজিরিয়া পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি সেখান থেকে বের হয়ে বিলাসবহুল হাসপাতালে থাকতেন, স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করতেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। কারাগারে বসে ভুয়া নামে দুটি ব্যাংক এ্যাকাউন্ট খুলেছিলেন আরোকে। কারাগারে থাকা অবস্থাতেই একাধিক বিলাসবহুল বাড়ি-গাড়ি কিনেছেন। কারাগারে বসেই অবাধে স্ত্রীর ব্যাংক এ্যাকাউন্টে অর্থও পাঠিয়েছেন। কেন তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং কীভাবে তিনি হাসপাতালের পাহারা ভেদ করে বাইরে বের হতেন। সে বিষয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ। -বিবিসি
×