ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেক খাওয়ালেন পুলিশ

প্রকাশিত: ১১:২৬, ২৪ নভেম্বর ২০১৯

কেক খাওয়ালেন পুলিশ

থাইল্যান্ডে জোরে গাড়ি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ে জন্মদিনের কেক খেয়ে বাড়ি ফিরেছে এক কিশোর। গতির উর্ধসীমার থেকেও বেশি জোরে বাইক চালানোর জন্য ওই কিশোরকে ধরে ট্রাফিক পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাকে চালান না ধরিয়ে কেক দিলেন। সেই ঘটনা ফেসবুকে ভাইরাল। ফেসবুকে লেখা হয়েছে, হেলমেট, নম্বরপ্লেট ছাড়াই ওই কিশোর বাইক চালাচ্ছিল। তার গতিও ছিল যথেষ্ট বেশি। পুলিশ তাকে আটকায়। পুলিশ ধরতেই হঠাৎ সে কান্নায় ভেঙ্গে পড়ে। ওই পুলিশকর্মী প্রথমে ভেবেছিলেন, জরিমানার ভয়ে সে কান্নাকাটি শুরু করেছে। কিশোরের এমন কান্না দেখে সন্দেহ হয় তাদের। জিজ্ঞেস করায় সে পুরো ঘটনা জানায়। সে জানায় যে, সেদিন তার জন্মদিন। আর তার বাড়ির সবাই সেটা ভুলে গেছে। তাই রাগে ও দুঃখে জোরে বাইক চালাচ্ছিল। এরপর পুলিশ আর তাকে জরিমানা করেনি। উল্টো সামনের দোকান থেকে কেক-মোমবাতি কিনে জন্মদিন পালন করেন পুলিশকর্মী। ফের কান্নায় ভেঙ্গে পড়ে ওই কিশোর। এবার আর দুঃখে নয় বরং আনন্দে। পাশে থাকা এক পুলিশকর্মী সেই ছবি-ভিডিও রেকর্ড করে ফেসবুকে আপলোড করে দেন। -হিন্দুস্তান টাইমস
×