ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রকাশিত: ১১:২৬, ২৪ নভেম্বর ২০১৯

টঙ্গীতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৩ নবেম্বর ॥ শনিবার বিকেলে টঙ্গীর রেল জংশনে ঢাকাগামী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেসের একটি ট্রেনের ইঞ্জিনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ট্রেনটি ভয়াবহ অগ্নিকা-ের হাত থেকে রক্ষা পায়। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র আতিকুর রহমান জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি জানান, ইঞ্জিনে ব্যাটারির শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ট্রেনটির ইঞ্জিনের কাছে থাকা প্লাইউডে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৫টার দিকে ইঞ্জিনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ইঞ্জিনে আগুন লাগা ওই ট্রেনের চালক রফিকুল ইসলাম জনকণ্ঠকে জানান, ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন দৌড়াদৌড়ি করে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আগুন নেভাতে।
×