ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাগরিকের ‘নতুনের উৎসব’ শুরু শুক্রবার শিল্পকলায়

প্রকাশিত: ১১:২৫, ২৪ নভেম্বর ২০১৯

নাগরিকের ‘নতুনের উৎসব’ শুরু শুক্রবার শিল্পকলায়

স্টাফ রিপোর্টার ॥ এক উৎসবে সাত সাতটি নতুন নাটক। দেশে প্রথমবারের মতো ঘটছে এমন ঘটনা। ব্যতিক্রমী উৎসবের আয়োজন করছে নাগরিক নাট্য সম্প্রদায়। ঢাকার মঞ্চকে দীর্ঘকাল ধরে সমৃদ্ধ করে চলা নাট্যদলের এবারের উদ্যোগটির নাম ‘নতুনের উৎসব।’ এ শিরোনামে আগামী শুক্রবার থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী আয়োজন। সাত নাটকের পাঁচটিকেই আর্থিক প্রণোদনা দিয়েছে নাগরিক। একটি জুরি বোর্ডের মাধ্যমে নাটকগুলো বাছাই করা হয়েছে। শনিবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দলের খ্যাতিমান অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় চারটি নতুন নাটকের নির্দেশক পান্থ শাহরিয়ার, সাইদুর রহমান লিপন, কাজী তৌফিকুল ইসলাম ইমন ও মোস্তাফিজ শাহীন উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান নূর বলেন, নাগরিকের ৫০ বছর পূর্তি এবং দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়নের ৪৫ বছর উদ্্যাপনের অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। মূল লক্ষ্য, মঞ্চে মানসম্পন্ন নতুন নাটক নিয়ে আসা। প্রতিশ্রুতিশীল তরুণ নির্দেশকদের কাজের সুযোগ করে দেয়া। আমাদের আহ্বানের প্রেক্ষিতে তরুণ নির্দেশকদের কাছ থেকে বহু নাটকের প্রস্তাব এসেছিল। সেখান থেকে জুরি বোর্ডের মাধ্যমে ভাল নাটকগুলো বেছে নেয়া হয়েছে। জুরি বোর্ডে অন্যান্যের মধ্যে ছিলেন তারিক আনাম খান, অধ্যাপক আব্দুস সেলিম ও নাগরিক নাট্য সম্প্রদায়ের কয়েক জ্যেষ্ঠ সদস্য। নাগরিকের এই উদ্যোগ দেশের থিয়েটার চর্চায় মেধা ও নান্দনিকতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। উৎসবের সাজ্জসজ্জায় তেমন কোন আড়ম্বর থাকছে না জানিয়ে তিনি বলেন, এর ফলে বেঁচে যাওয়া অর্থ প্রদান করা হবে নাট্যাঙ্গনের অসচ্ছল দুই শিল্পীকে। এছাড়া উৎসবটি প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি। নাগরিকের আরেক সদস্য পান্থ শাহরিয়ার বলেন, শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকিনি আমরা। ঢাকার বাইরের দুই নির্দেশক শুভাশিস সিনহা ও শামীম সাগর এ প্রণোদনা পেয়েছেন। তাদের নাটকও থাকছে উৎসবে। সংবাদ সম্মেলনে তৌফিকুল ইসলাম ইমন বলেন, এবারই প্রথম নির্দেশককে অর্থনৈতিক বিষয়টি নিয়ে ভাবতে হয়নি। ঠা-া মাথায় শুধু সৃষ্টি নিয়ে ভাবতে পেরেছি আমরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ ডিসেম্বর বিকেলে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় শুরু হবে নাটকের প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বালন করবেন বন্যা মির্জা, সামিনা লুফা নিত্রা, তনিমা হামিদ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, হৃদি হক ও জ্যোতি সিনতা। নারী নাট্যকর্মীদের সামনে রাখতেই তাদের দিয়ে প্রদীপ প্রজ্বালন করানো হবে। বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নাট্যচর্চার পথিকৃৎ নাগরিক নাট্য সম্প্রদায়। ২০১৮ সালে এ দলটি উদ্যাপন করেছে প্রতিষ্ঠার ৫০ বছর এবং দর্শনীর বিনিময়ের নাট্যচর্চার ৪৫ বছর।
×