ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জ শেখ হাসিনার আছে, থাকবে ॥ শামীম ওসমান

প্রকাশিত: ১১:১৭, ২৪ নভেম্বর ২০১৯

নারায়ণগঞ্জ শেখ হাসিনার আছে, থাকবে ॥ শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ ভাল, কিন্তু তাদের বিরুদ্ধে বদনাম অন্য কেউ এসে দিয়ে যায়। এটা আর হতে দেব না। কারণ এই নারায়ণগঞ্জেই আওয়ামী লীগের সৃষ্টি (জন্ম)। নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ছিল। নারায়ণগঞ্জ শেখ হাসিনার আছে, থাকবে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি (বালক-বালিকা) প্রস্তুতিমূলক প্রতিযোগিতা-২০১৯-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নারায়ণগঞ্জে জেলা পুলিশের আয়োজনে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটুসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা। গত ২১ থেকে ২৩ নবেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী অনুষ্ঠিত এই কাবাডি প্রতিযোগিতায় বালক শাখায় ফাইনালে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় ৫০-৩০ পয়েন্টের ব্যবধানে জয়গোবিন্দ হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা শাখায় দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় ৮২-২০ পয়েন্টের বিরাট ব্যবধানে কাশীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সদর উপজেলার বিভিন্ন স্কুলের ১৭টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে বালক শাখায় ১২টি এবং বালিকা শাখায় ৫টি দল ছিল। ফাইনাল খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা দুই শাখার বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
×