ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে ইয়াবাসহ যাত্রী আটক

প্রকাশিত: ১১:১৭, ২৪ নভেম্বর ২০১৯

শাহজালালে ইয়াবাসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ নভো এয়ারের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে মিল্টন ভুঁইয়া (২২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, রাতে মিল্টন ভুঁইয়া (২২) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে গাড়িপার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় ওই এলাকায় নিরাপত্তা ডিউটি করাকালে ধৃত আসামিদ্বয়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরবর্তীতে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তলাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তলাশি করে আটক মিল্টন ভুঁইয়ার কাছে এক হাজার ৪৪০ পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বাবা দুবাই প্রবাসী। সে সচ্ছল পরিবারের সন্তান। পঞ্চাশ পিস ইয়াবার বিনিময়ে সে এই ইয়াবা বহন করে। কক্সবাজারের জনৈক সাজন ও তার স্ত্রী রুমা তাকে এই ইয়াবা লাবনী বিচ এলাকার একটি হোটেলে প্রদান করে। চুক্তি অনুযায়ী গাজীপুর চৌরাস্তার একটি হোটেলে এই ইয়াবা সাজনের কাছে হস্তান্তর করার কথা ছিল। আটক মিল্টন গাজীপুরের রোভার পল্লী কলেজ থেকে সমাজকর্মে বিএসএস সম্মান সম্পন্ন করেন। আটক ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, নভো এয়ারযোগে কক্সবাজার থেকে এই ইয়াবা নিয়ে ঢাকায় আসে। আটক মিল্টন ভুঁইয়া গাজীপুর জেলার কাপাসিয়া থানার কড়িহাতা গ্রামের সফিকুল ইসলামের পুত্র। দুজন ২ দিনের রিমান্ডে এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি সোনার বারসহ গ্রেফতার বেসরকারী একটি এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস এসিস্ট্যান্ট ওমর ফারুকসহ দুজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্যজন হলেন, স্বর্ণবহনকারী মামুন মিয়া। শনিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় বিমান বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক সুজন ফকির। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম তাদের আটক করে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাদের নজরদারি করতে থাকেন। বোর্ডিং এলাকায় নজরদারি ও তল্লাশির একপর্যায়ে শুক্রবার বিকেল সোয়া ৩টায় রিয়াদ থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি এর যাত্রী মামুন মিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে অনুসরণ করে প্রিভেন্টিভ কর্মকর্তারা। ওই যাত্রী ট্রানজিটের বিপরীত পাশের পর্যটন কর্পোরেশনের ডিউটি ফ্রি শপের ভেতরে প্রবেশ করে। সেখানে অবস্থানরত ওমর ফারুকের কাছে তিনটি সোনার বারসহ প্রিভেনটিভ কর্মকর্তারা উভয়কে আটক করে। আটক সোনার বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা।
×