ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রদ্রোহের অভিযোগ

প্রকাশিত: ০৯:৪৪, ২৪ নভেম্বর ২০১৯

রাষ্ট্রদ্রোহের অভিযোগ

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। দেশটির চলমান আন্দোলনে তার ভূমিকার জন্য এই অভিযোগ আনা হয়। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অর্থুরো মুরিলো বলেন, মোরালেসের ইন্ধনে সমর্থকরা রাস্তা বন্ধ করে বিভিন্ন শহরে খাবার প্রবেশে বাধা দিচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোরালেস। - ইয়াহু নিউজ টুইটার ব্যবহারে বাধা সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন শুক্রবার একাধিক ক্রিপ্টিক টুইটের মাধ্যমে জানিয়েছেন যে, তিনি নিজের ব্যক্তিগত টুইটার এ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন। গত সেপ্টেম্বরে পদত্যাগ করার পরে হোয়াইট হাউস তার টুইটার ব্যবহারে বাধা দিয়েছিল। এর আগে ট্রাম্প বিভিন্ন সময়ে জন বোল্টনকে যুদ্ধবাজ ব্যক্তি হিসেবে কৌতুক করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একবার হোয়াইট হাউসে বলেছিলেন, ‘এমন কোন যুদ্ধ নেই যা জন বোল্টন পছন্দ করেন না।’ –সিএনএন
×