ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু নিয়ে তোলপাড়

প্রকাশিত: ০৯:৪৩, ২৪ নভেম্বর ২০১৯

ভারতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু নিয়ে তোলপাড়

ভারতে কেরল রাজ্যের ওয়ানাড জেলার সুলতান বাথেরি এলাকায় অবস্থিত একটি স্কুলে ক্লাস চলাকালে এক শিক্ষার্থী সাপের কামড়ে মারা যাওয়ার পর স্কুল প্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শেহলা শেরিন। তার সহপাঠী এবং পরিবারের সদস্যরা স্কুল শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তারা সাপের কামড়ের বিষয়টি গুরুতরভাবে দেখেননি এবং শেহলাকে হাসপাতালে নিয়ে যায়নি। -বিবিসি অদ্ভূত অভিযোগ ... ইউক্রেনে নিযুক্তর সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যারি ইয়োভানোভিচের বিরুদ্ধে টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানে অভিযোগ এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, সাবেক ওই রাষ্ট্রদূত ইউক্রেনে মার্কিন দূতাবাসে ট্রাম্পের ছবি ঝোলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ‘ইয়োভানোভিচ কিইভে দূতাবাসে আমার ছবি টাঙ্গাতেই চাননি,’ বলেন ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেননি তিনি। অভিসংশন বিষয়ক তদন্তের শুনানিতে গত সপ্তাহেই ম্যারি ইয়োভানোভিচ ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেন। -ফক্স নিউজ ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা কমেছে গত দুই সপ্তাহে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা প্রায় ৮০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিথস। শুক্রবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, এভাবে উত্তেজনা কমতে থাকলে ইয়েমেন সামগ্রিক যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাবে। ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুতিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। -আলজাজিরা
×