ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাতিল হতে পারে অসমের এনআরসি

প্রকাশিত: ০৯:৪৩, ২৪ নভেম্বর ২০১৯

বাতিল হতে পারে অসমের এনআরসি

ভারতে অসমের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে অনেক বিতর্কের পর অবশেষে তা বাতিল করার ইঙ্গিত দিয়েছে বিজেপি সরকার। তবে পুনরায় সারাদেশব্যাপী নতুন নাগরিক তালিকা করা হবে এবং সেখানে ধর্মের ভিক্তিতে কোন বৈষম্য করা হবে না বলে রাজ্যসভায় আশ্বস্ত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্ডিয়া টুডে। ছয় বছরের পরিশ্রম শেষে এ এনআরসি করতে ১৬ শত কোটি টাকা খরচ হয়। তবে ২০২১ সালে জাতীয় নাগরিক পরিসংখ্যান নবায়ন করার পরই কেবল দেশব্যাপী এনআরসি তালিকা করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা যায়, দেশটির সুপ্রীম কোর্টের নজরদারিতে আসামে হওয়া এনআরসির চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। বাতিল হওয়া মানুষদের মধ্যে অন্তত ১৩ থেকে ১৪ লাখই হিন্দু। কয়েকমাস আগে তালিকা প্রকাশ হওয়ার পরেই বিতর্কে পড়েছিল ভারতের ক্ষমতাসীন দল। সরকারের ওই সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছে এনআরসি মামলার মূল আবেদনকারী আসাম পাবলিক ওয়ার্কস। তাদের দাবি ছিল সব তথ্য আবারও যাচাই করা হোক। সংগঠনের সভাপতি অভিজিৎ শর্মা বলেন, ১৬শ’ কোটি টাকা খরচের সম্পূর্ণ অডিটও হোক।
×