ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্ত্রাসের শিকার বেশিরভাগই মুসলিম

প্রকাশিত: ০৯:৪২, ২৪ নভেম্বর ২০১৯

সন্ত্রাসের শিকার বেশিরভাগই মুসলিম

বেশিরভাগ সন্ত্রাসী কর্মকা- করছে মুসলিমরা আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অমুসলিমরা, এ ধারণা সম্পূর্ণ ভুল। বরং মুসলিমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী। সম্প্রতি একটি ফরাসী গ্রুপ জানিয়েছে, বিশ্বজুড়ে সন্ত্রাসে ভুক্তভোগীদের অন্তত ৮০ শতাংশই মুসলমান। আনাদোলু এজেন্সি। ফ্রেঞ্চ টেরর ভিকটিম এ্যাসোসিয়েশনের (এএফভিটি) প্রধান গিলেমো দেনক্স দে সেইন্ট-মার্ক বলেন, সন্ত্রাসী হামলার পরিণতিতে সবার আগে ভুগতে হয় মুসলিমদের। তিনি বলেন, মনে রাখতে হবে যে সন্ত্রাসীরা মুসলিম আর ভুক্তভোগীরা অমুসলিম, এই কথা সত্য নয়। বিশ্বে সন্ত্রাসে ভুক্তভোগীদের ৮০ শতাংশই মুসলমান। এ সময় মৌলবাদ প্রতিরোধে বিশ্ববাসীকে একযোগে কাজ করার আহ্বান জানান এএফভিটি প্রধান। ফ্রান্সের নিস শহরে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী সন্ত্রাসে ভুক্তভোগীদের আন্তর্জাতিক সম্মেলন। পরমাণু চুক্তির প্রতি এখনও শ্রদ্ধাশীল ইরান ইরান ২০১৫ সালে ছয় দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির কোন ধারা লঙ্ঘন করেনি বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে ইরান। তেহরান বলেছে, দেশটি এখন পর্যন্ত ওই সমঝোতার প্রতি শ্রদ্ধাশীল রয়েছে। পার্স টুডে। আইএইএতে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি ওই সংস্থার বৈঠকে বলেছেন, ‘ইরান এখন পর্যন্ত পরমাণু সমঝোতার সব ধারা বাস্তবায়ন করে এসেছে এবং গোটা বিশ্ব এ বিষয়টি দেখেছে যে, আইএইএ তার প্রতিটি প্রতিবেদনে জানিয়েছে, ইরান এ সমঝোতা মেনে চলছে।’
×