ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগীয় সম্মেলন ৭ ডিসেম্বর

প্রকাশিত: ০৯:৪০, ২৪ নভেম্বর ২০১৯

বিচার বিভাগীয় সম্মেলন ৭ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯’ আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। এর আগে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার মোঃ আলী আকবর। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। ট্রেনে কাটা পড়ে নৌ কর্মকর্তার মৃত্যু স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে মোঃ রনি মিয়া (৩০) নামে নৌবাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি নৌবাহিনীর গোয়েন্দা শাখায় করপোরাল ছিলেন। নিহতের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। তার বাবার নাম দেলোয়ার হোসেন। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন জানান, শনিবার সকাল ৮টার দিকে রনি হেঁটে বনানী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তিস্তা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তিনি আরও জানান, খবর পেয়ে সকাল ৯টার দিকে বনানী রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
×