ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিটলারের জন্মস্থানে নির্মিত হবে পুলিশ স্টেশন

প্রকাশিত: ১০:৫১, ২৩ নভেম্বর ২০১৯

   হিটলারের জন্মস্থানে  নির্মিত হবে পুলিশ  স্টেশন

জার্মানির একনায়ক এডলফ হিটলারের জন্মস্থানে তৈরি হবে পুলিশ স্টেশন। ১৮৮৯ সালের ২০শে এপ্রিল শহরের প্রধান এক সড়কের পাশে অবস্থিত হলুদাভ রঙের সাদামাটা এক বাড়িতে জন্ম হয় তার। বাড়ির ঠিকানা ১৫ নম্বর সলসবার্গার ভরস্টার্ড। ফ্যাসিবাদের শিকার হওয়া লাখ লাখ মানুষের কথা লেখা আছে তাতে। সম্প্রতি বাড়িটিকে একটি পুলিশ স্টেশনে রূপ দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া সরকার। গার্ডিয়ান। প্রায় এক শতক ধরে এর মালিক ছিলেন গার্লিন্ডে পমার ও তার পূর্বসূরীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিবছর হিটলারের জন্মদিন উদযাপনের জন্য জড়ো হতো নব্য-নাৎসিরা। ১৯৭২ সালে বাড়িটি ইজারা নেয় অস্ট্রিয়া সরকার। বহু বছর ধরে বাড়িটি প্রতিবন্ধীদের জন্য একটি ‘ডে-কেয়ার’ হিসেবে ব্যবহৃত হতো। এজন্য প্রতিবছর পমারকে ৫ হাজার ডলারের বেশি করে দিতো সরকার। ২০১১ সালে সরকার বাড়িটি সংস্কার করতে চাইলে ইজারার চুক্তি ভেস্তে যায়। পমার বাড়িটি সংস্কার বা বিক্রি করতে রাজি ছিলেন না। ২০১৬ সালে আইন পাস করে পমারের কাছ থেকে বাড়িটি দখল করে নেয় সরকার। পমারকে দেয়া হয় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ। সরকার বাড়িটি ধ্বংস করে ফেলার ঘোষণা দিয়েছিল। কিন্তু পমার সরকারের বিরুদ্ধে মামলা করে বসেন। ওই মামলার নিষ্পত্তি হয় এ বছর। মামলার রায়ে আদালত বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব টেনে সরকারকে ৯ লাখ ডলার পমারকে পরিশোধ করতে নির্দেশ দেয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাড়িটিকে একটি পুলিশ স্টেশনে রূপ দেয়া হবে। এজন্য স্থপতিদের কাছে বাড়িটির নতুন ডিজাইন জমা দিতে বলা হয়েছে।
×