ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে হামলায় আহত ৪

প্রকাশিত: ০৯:১৯, ২৩ নভেম্বর ২০১৯

 ঈশ্বরদীতে হামলায় আহত ৪

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সশস্ত্র হামলা চালিয়ে মা ও দুই ছেলেসহ চারজনকে জখম করা হয়েছে। এরা হলো মানিকনগর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শুক চাঁদ ও জসিম এবং মা সালেহা ও মেয়ে মর্জিনা। দু’ছেলেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে এবং সালেহা ও মর্জিনাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার সকালে ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। এ বিষয়ে আব্দুর রহমান বাদী হয়ে ২০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, মানিকনগর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের সঙ্গে একই এলাকার আলম মালিথার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আলম মালিথা ও তার ভাই লতিফ মালিথার নেতৃত্বে ১৫/২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী বিভিন্ন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর রহমানের মুরগির খামারে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় আব্দুর রহমানের দু’ছেলে শুক চাঁদ ও জসিম তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
×