ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশুদের নিয়ে মাহবুবুল এ খালিদের গান

প্রকাশিত: ০৯:০৮, ২৩ নভেম্বর ২০১৯

 শিশুদের নিয়ে মাহবুবুল এ খালিদের গান

স্টাফ রিপোর্টার ॥ সার্বজনীন শিশু দিবস ছিল ২০ নবেম্বর। শিশুদের অধিকার নিশ্চিতের আহ্বানে বেশ কয়েকটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। গানগুলো গীতিকারের সঙ্গীত বিষয়ক ওয়েবসাইট ’খালিদ সঙ্গীত’-এ প্রকাশ করা হয়েছে। শিশুদের নিয়ে এবং শিশুদের জন্য মাহবুবুল এ খালিদের লেখা গানগুলোর মধ্যে রয়েছে ‘পথকলি’, ‘অটিজম’, ‘হাঁটি হাঁটি পা পা’, ‘প্রজাপ্রতি প্রজাপতি’, ‘গিয়েছিলাম মজার দেশে’, ‘পরীর দেশে পরীর মেলা’, ‘মা সবাই কেন চাঁদকে খোঁজে’, ‘মৌমাছি মৌমাছি’ ইত্যাদি। প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ছাড়াও এসব গানে সুরারোপ করেছেন মাহবুবুল এ খালিদ এবং আতিকুর রহমান। গানগুলো গেয়েছেন সামিনা চৌধুরী, কনা, নন্দিতা, প্রিয়াঙ্কা, সাবরিনা, অবন্তি সিঁথি, স্মরণসহ দেশের নন্দিত কণ্ঠশিল্পীরা। এ প্রসঙ্গে গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বলেন, প্রতিটি শিশুর রয়েছে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার অধিকার। শিশুশ্রম বন্ধ করে তাদের সুশিক্ষা গ্রহণের জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি অটিজমসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত শিশুদের প্রতি একটু বাড়তি মনোযোগ ও যত্ন নেয়া দরকার। শিশুদের নিয়ে লেখা গানগুলোতে এ বার্তা দেয়া হয়েছে। আশা করছি সবার কাছে ভাল লাগবে।
×