ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইরিশ প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রকাশিত: ১২:৫৭, ২২ নভেম্বর ২০১৯

আইরিশ প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ডাবলিনে আইরিশ প্রেসিডেন্টের কাছে আয়ারল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার প্রাপ্ত যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট মাইকেল ড্যানিয়েল হিগিন্সের বাসভবনে এ উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বাসসর। পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত দেশটির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেন। এছাড়া সাঈদা মুনা তাসনিম দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের দক্ষ জনশক্তিকে বিশেষ করে আইসিটি খাতে আয়ারল্যান্ডে কাজ করার সুযোগ দেয়ায় প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ৬ লাখ ফ্রিল্যান্স আইসিটি পেশাজীবীসহ বাংলাদেশের সফটওয়্যার আউটসোর্সিং সক্ষমতার দিকে আয়ারল্যান্ডের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর নতুন করে দৃষ্টি দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
×