ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমরা জেতার জন্যই খেলব ॥ মুমিনুল

প্রকাশিত: ১১:৪৫, ২২ নভেম্বর ২০১৯

 আমরা জেতার জন্যই খেলব ॥ মুমিনুল

বলেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক স্পোর্টস রিপোর্টার কলকাতা থেকে ॥ সূর্যের আলো কমতে থাকলেই কৃত্রিম আলো জ্বলতে থাকে। আর এই সময়েই নাকি দিবারাত্রির টেস্টের আসল রূপ দেখা যায়। ব্যাটসম্যান আর ফিল্ডারদের জন্য যা কষ্টদায়ক উপলক্ষ হয়। বোলাররা তো বোলিং করেই যান। সেই বোলিংয়ের বিপক্ষে বাউন্স, গতি আর সুইংয়ের বিরুদ্ধে ব্যাটসম্যানরা হাবুডুবু খান। ফিল্ডাররা দ্রুত গতিতে ধেয়ে আসা বল ধরতে হিমশিম খান। এমন মুহূর্তে তাই দুই দলের ক্রিকেটাররাই বেশি অনুশীলনে মনোযোগী হয়েছেন। মনে হচ্ছে এই সময়েই খেলার পার্থক্য যা গড়ার গড়ে যাবে। বাংলাদেশ ব্যাটসম্যানরা যেমন আজ ইডেন টেস্ট শুরুর আগে বৃহস্পতিবার এমন মুহূর্তেই নিজেদের ভালভাবে ঝালিয়ে নেয়ার চেষ্টা করলেন। ইডেনে প্রথমবারের মতো এমন সময়ে অনুশীলন করার আগেই বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক আবার জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ জেতার জন্যই খেলতে নামবে। ঐতিহাসিক দিবারাত্রির গোলাপি বলের টেস্টের আগে মুমিনুল সংবাদ সম্মেলনে যা বলেছেন তার সার সংক্ষেপ এখানে তুলে ধরা হলো। প্রশ্ন ॥ প্রধানমন্ত্রীসহ অনেকেই উপস্থিত থাকার প্রভাব পড়বে? মুমিনুল হক ॥ আমার কাছে কোনভাবে মনে হয় না এসব প্রভাব ফেলবে। কারণ পেশাদার ক্রিকেটার হিসেবে চিন্তা করলে এসব চিন্তা আসা উচিত না। যে যার কাজটি ঠিক মতো করতে হবে। আমার কাছে মনে হয় পেশাদার ক্রিকেটার হিসেবে বিষয়গুলো ঢোকার সুযোগ নেই। প্রশ্ন ॥ গোলাপি বলে বেশি ফোকাস না প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ? মুমিনুল ॥ আমার কাছে মনে হয় প্রতিযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি দর্শক ফেরাতে চান তাহলে গোলাপি বল ভাল কাজে দিবে বলে আমার মনে হয়। প্রশ্ন ॥ সিরিজে পিছিয়ে থাকা নাকি গোলাপি বলের টেস্ট মাথায় কাজ করছে বেশি? মুমিনুল ॥ দেখুন আপনি যখন খেলবেন তখন আগে কি হয়েছে, ভাল না খারাপ হয়েছে সেটা কোন সময় চিন্তা করতে পারবেন না। খারাপ হলে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে কাজ করতে পারবেন বলে আমার কাছে মনে হয়। আমিও সেভাবে চিন্তা করি যে শেষ ম্যাচে যেসব ভুল হয়েছে সেখান থেকে শিক্ষা নেয়ার এবং পরবর্তী ম্যাচে সেটা কাজে লাগানোর। প্রশ্ন ॥ গোলাপি বল নিয়ে খুব বেশি রোমাঞ্চিত? মুমিনুল ॥ না, আমার কাছে কোনভাবে মনে হয় না। কারণ দিন শেষে আপনাকে তো ক্রিকেটই খেলতে হবে। আমরা সবাই কিন্তু ক্রিকেটই খেলব। হয়তো রোমাঞ্চটা চলে এসেছে যে গোলাপি বলে কিভাবে খেলব কিংবা কিভাবে খেলা হবে সেটা নিয়ে। আমাদের রোমাঞ্চ মূলত খেলাটি নিয়েই। প্রশ্ন ॥ গোলাপি বলে অনুশীলনে কোন্টা সুবিধা এবং কোন্টা অসুবিধা? মুমিনুল ॥ আমার কাছে মনে হয় গোলাপি বলে অনেক বেশি চ্যালেঞ্জ হবে লাইটের আলোয়। কারণ বলে যে উজ্জ্বলতা থাকে সেটা লাইটের কারণে অনেক সময় ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। আর ফিল্ডিংও চ্যালেঞ্জ হবে। সবমিলিয়ে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে একটু চ্যালেঞ্জ হতে পারে। আর ব্যাটিংয়ে যদি মনোযোগ না থাকে তাহলে অনেক কঠিন হবে। আমার মতে শতভাগ ফোকাস থাকতে হবে। প্রত্যেকটি বল দেখে শুনে খেলতে হবে। তাহলে হয়তো ভাল করা সম্ভব হবে। আমি যা বলছি সেগুলো আসলে আমার ধারণা। আর আমাদের ভেতরে ভেতরে আলাপ হয় যে কে কি করবে। কিন্তু আমি যেটা বললাম যে আমার ধারণা হয়েছে এভাবে, তবে আমার ধারণা তো উল্টোও হতে পারে। আর আমি গোলাপি বলে কখনও ম্যাচ খেলিনি। ম্যাচে আর অনুশীলনে কিন্তু অনেক পার্থক্য থাকে। হয়তো ম্যাচে অন্যরকম হতে পারে। প্রশ্ন ॥ সবারই ধারণা টেস্ট তিনদিন হবে, কী বলেন? মুমিনুল ॥ একজন খেলোয়াড় হিসেবে আমি তো বলতে পারি না যে খেলা তিনদিন যাবে। আর ঘাস থাকলে যে তিনদিন খেলা হবে এমন তো কথা নেই। হয়তো ঘাস থাকার পরে উইকেট হার্ড হলে খারাপ ব্যবহার করতে পারে ব্যাটিংয়ের জন্য। আর স্পোর্টিং উইকেট আমার মনে হয় ব্যাটিংয়ের জন্য ভাল। প্রশ্ন ॥ দর্শক ভর্তি স্টেডিয়াম এবং ফ্লাড লাইটে সমস্যা হবে? মুমিনুল ॥ আমার কাছে সবসময় ভাল লাগে দর্শক যদি মাঠে থাকে। দর্শক মাঠে থাকলে খেলাটি অনেক বেশি মজা হয়। আমি সেভাবে চিন্তা করি। আমি মনে করি না যে কোনভাবে এটা চাপ হবে। হয়তো গোলাপি বলে লাইটের নিচে চ্যালেঞ্জ থাকবে। তবে এই লেভেলে সবাই চ্যালেঞ্জ নিতে পারবে আমার বিশ্বাস। প্রশ্ন ॥ প্রস্তুতি ম্যাচ না খেলা... মুমিনুল ॥ আমরা ওরকম কোন সুযোগই পাইনি। আপনি যদি গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে চান তাহলে আপনার প্রস্তুতি ম্যাচ খেলা দরকার আছে। প্রশ্ন ॥ টেস্ট নিয়ে পরিকল্পনা কী? মুমিনুল ॥ সবসময় জেতার জন্যই খেলব। এই প্রস্তুতি নিয়েই নামি। প্রথম টেস্টে যে ভুলগুলো আমি করেছিলাম সেটা কম করার চেষ্টা করব। সেশন বাই সেশন ব্যাটিং করার চেষ্টা করব। বোলারদের বলব সেশন বাই সেশন ভাল বোলিং করতে। প্রশ্ন ॥ গোলাপি বলে খেলা না ভারতের পেসারদের খেলা কঠিন? মুমিনুল ॥ আমার মনে হয় বোলারদের মোকাবেলা করাও চ্যালেঞ্জিং। সঙ্গে ফ্লাডলাইটে টেস্ট খেলাও চ্যালেঞ্জিং। এসব চ্যালেঞ্জ ইতিবাচকভাবে নেয়া ভাল। আমরা ওভাবে ইতিবাচক করে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। আপনি তিনজন বিশ্বসেরা ফাস্ট বোলারের বিরুদ্ধে খেলছেন। এটা সব দলের জন্যই চ্যালেঞ্জিং। প্রশ্ন ॥ শামিদের কিভাবে মোকবেলা করবেন আর রোহিতদের কিভাবে সামলাবেন? মুমিনুল ॥ দেখেন আমার দলের ক্রিকেটাররা তাদের মতো প্রস্তুতি নিচ্ছে। আমি এখানে আপনাকে ব্যাখ্যা করতে পারব না যে তারা শামিকে কিভাবে মোকাবেলা করবে। বা রোহিতকে কিভাবে বোলাররা থামাবে। আমরা ভালমতো প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ্? একটা ভাল ম্যাচ হবে। প্রশ্ন ॥ তরুণ অধিনায়ক হিসেবে কতটা চাপ? মুমিনুল ॥ চ্যালেঞ্জ নেয়ার মাঝেও মজা আছে। এটা চ্যালেঞ্জ অবশ্যই। কিন্তু এখানে মজাও আছে। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দিবারাত্রির ম্যাচ খেলা প্রথম অধিনায়ক আমি। এটা চ্যালেঞ্জের হলেও আমি তা উপভোগ করছি। প্রশ্ন ॥ মুস্তাফিজুর রহমান ইডেন টেস্টে থাকছেন? মুমিনুল ॥ এখনও আমরা একটা চিন্তা-ভাবনার ভেতরে আছি। খেলাব কি খেলাব না। এখনও সিদ্ধান্ত হয়নি। হয়তো খেলতে পারে বা নাও পারে। প্রশ্ন ॥ সাইফ হাসানের ইনজুরি কি হতাশার? মুমিনুল ॥ আমার কাছে মনে হয় ওর একটা ভাল সুযোগ ছিল। ইনজুরি তো কারও হাতে নেই।
×