ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৫, ২২ নভেম্বর ২০১৯

সোনারগাঁয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ২১ নবেম্বর ॥ সোনারগাঁয়ের বৈদ্যের বাজার এলাকায় আল-মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউরো মেরিন শিপ বিল্ডার্স নামের একটি জাহাজ ও বাল্কহেড নির্মাণাধীন প্রতিষ্ঠানে বুলবুল খান (৩৮) নামের এক শ্রমিক বিদ্যুতস্পষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি সনমান্দি গ্রামের মৃত আঃ রশিদ খানের ছেলে। জানা যায়, উপজেলার বৈদ্যের বাজার এলাকায় অবস্থিত আল-মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউরো মেরিন শিপ বিল্ডার্স নামের একটি জাহাজ ও বাল্কহেড নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিক বুলবুল খান প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে কাজে যোগদান করেন। তার সাইডে বিদ্যুত লাইন সংযোগ না থাকায় ইউরো মেরিন শিপ বিল্ডার্সের লাইনম্যানকে বিষয়টি জানিয়ে তিনি তার সাইডে যাওয়ার পথে ত্রুটিপূর্ণ লাইনে বিদ্যুতস্পষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় পাশে থাকা এক শ্রমিক দেখতে পেয়ে দ্রুত বিদ্যুত লাইন বন্ধ করান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
×