ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ধান কাটা মৌসুমে চরাঞ্চলে পুলিশ ক্যাম্পের প্রস্তাব

প্রকাশিত: ১১:৩৫, ২২ নভেম্বর ২০১৯

গলাচিপায় ধান কাটা মৌসুমে চরাঞ্চলে পুলিশ ক্যাম্পের প্রস্তাব

স্টাফ রিপোর্টার, গলাচিপা, পটুয়াখালী ॥ পটুয়াখালী জেলার চরাঞ্চল প্রধান গলাচিপা উপজেলায় আসন্ন ধান কাটা মৌসুমে দাঙ্গা-হাঙ্গামা রোধে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় এ প্রস্তাব করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম। উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ্, ভাইস চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডাঃ মনির হোসেন, অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন প্রমুখ। সভায় বক্তারা উল্লেখ করেন, প্রতি বছর আমন ধান কাটা মৌসুমে গলাচিপা উপজেলার চরাঞ্চলে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা, ঝগড়া-বিবাদ ও জমি দখল-পাল্টা দখলের ঘটনা ঘটে। এতে প্রচুর সংখ্যক মানুষ আহত হয়। কখনও কখনও নিহতের ঘটনাও ঘটে। এক শ্রেণীর প্রভাবশালী জোতদার লাঠিয়াল ভাড়া করে চরাঞ্চলের নিরীহ কৃষকদের ধান অবাধে লুট করে। আবার পার্শ্ববর্তী জেলার লাঠিয়ালরাও প্রতি বছর গলাচিপা এলাকার অভ্যন্তরে ঢুকে ধান লুট করে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। এ অবস্থা রোধে আগাম ব্যবস্থা নেয়া জরুরী।
×