ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইসিজের মুখোমুখি মিয়ানমার

প্রকাশিত: ১১:৩৪, ২২ নভেম্বর ২০১৯

আইসিজের মুখোমুখি মিয়ানমার

সংখ্যালঘু রোহিঙ্গা নিধন ও নিপীড়ন ইস্যুতে চাপ বাড়ছে মিয়ানমারের ওপর। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিচারের মুখোমুখি হচ্ছে দেশটি। আইসিজেতে গাম্বিয়ার মামলা আর আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ তদন্তের ঘটনা দেশটিকে বৈশ্বিক পরিসরে চাপে ফেলেছে। ১০ থেকে ১২ ডিসেম্বর মৌখিক শুনানির দিন ধার্য করেছে আইসিজে। ১১ নবেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে ওআইসির পক্ষে মামলাটি করে গাম্বিয়া। বুধবার মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও নোবেল জয়ী অং সান সু চির বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা দায়ের করা হয়। এই প্রথম রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে সুচি কোন মামলার মুখোমুখি হলেন। -সিএনবিসি কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধ নিহত স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরার বনশ্রীতে কাভার্ড ভ্যান চাপায় শফিকুর রহমান ভূঁইয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তিনি বনশ্রীর বি-ব্লকের ৫ নম্বর রোডের ১০ নম্বর বাসায় থাকতেন। নিহতের ছেলে মাসুম ভূঁইয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে হাঁটতে বের হন বাবা। পরে বাসায় ফেরার পথে রাস্তায় একটি কাভার্ড ভ্যান বাবাকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপুরা থানার পুলিশ জানায়, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×