ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২৩ নবেম্বর শাহবাগে সমাবেশ করবে জাবি আন্দোলনকারী

প্রকাশিত: ১১:৩৩, ২২ নভেম্বর ২০১৯

২৩ নবেম্বর শাহবাগে সমাবেশ করবে জাবি আন্দোলনকারী

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও হল খুলে দেয়ার দাবিতে আল্টিমেটাম না মানায় শনিবার থেকে আবারও আন্দোলনের ডাক দিয়েছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অনতিবিলম্বে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত বাতিলসহ তিনদফা দাবিতে আগামী ২৩ নবেম্বর শনিবার বিকেল তিনটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ডাক দিয়েছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। এ সময় অধ্যাপক রাইয়ান রাইন, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক হাসান মাহমুদ, অধ্যাপক তারেক রেজা, জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিলউজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
×